Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

Blog Moderator

৯ বছর আগে

মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে সৃজনশীল লেখা প্রতিযোগিতা ২০১৫- এর ঘোষণা

প্রিয় ব্লগারবৃন্দ,  
প্রতি বছরের ন্যায় ‘নক্ষত্র ব্লগ’ এবারো মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আয়োজন করতে যাচ্ছে সৃজনশীল লেখা প্রতিযোগিতা ২০১৫।
প্রতিযোগিতাটি আগামী ৭মার্চ রোজ শনিবার থেকে শুরু হবে। বিচারক প্যানেলে থাকবেন বরেণ্য সাহিত্য ব্যক্তিত্বগণ। বিচারকদের নাম পরে ঘোষণা করা হবে।

লেখা মূল্যায়ন প্রক্রিয়াঃ
মোট ২০ নম্বরের ভিত্তিতে লেখাকে মূল্যায়ন করা হবে।
যার মধ্যে ১০ নম্বরের মূল্যায়ন বিচারকগণ করবেন এবং বাকি ১০ নম্বর পাঠকদের ভোটের ভিত্তিতে দেওয়া হবে।
এখানে উল্লেক্ষ্য প্রতি ভোটে ০.২৫ নম্বর দেওয়া হবে (মোট ১০০ বা ততোধিক ভোট পূর্ণ নাম্বার পাবে)।
বিচারকদের প্রাথমিক বাছাইয়ে নির্বাচিত পোস্টগুলো ভোটিং এর জন্যে ব্লগে উন্মুক্ত করে দেওয়া হবে। এরপর বিচারক ও ভোটে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে বিজয়ী ঘোষণা করা হবে। এছাড়াও বিচারক ও সমালোচকদের রায়ের ভিত্তিতে সমালোচক পুরষ্কার প্রদান করা হবে।

প্রতিযোগিতায় নিয়মাবলীঃ
ক্যাটাগরি/বিভাগ:
১। মুক্তিযুদ্ধ বিষয়ক গল্প
২। মুক্তিযুদ্ধ বিষয়ক কবিতা
৩। প্রযুক্তি (বিষয়বস্তুঃ উন্মুক্ত)

আয়োজনের তথ্য ও নিয়মাবলী:
# প্রতি ক্যাটাগরি/বিভাগে ৩ জন করে মোট ৯ জন এবং প্রতি বিভাগে ২ জন করে ৬ জন লেখককে সমালোচক পুরষ্কারের জন্য মনোনীত করা হবে। সর্বমোট ১৫ জন ব্লগার পুরস্কারের জন্য নির্বাচিত হবে।
# নির্দিষ্ট সময়সীমার মধ্যে নক্ষত্র ব্লগে 'প্রকাশিত পোস্ট' থেকে প্রতিযোগিতার জন্য প্রাথমিক বাছাই করা হবে।
# প্রাথমিক নির্বাচিত পোস্ট সকলের ভোটিং এর জন্য উন্মুক্ত করে দেয়া হবে এবং নক্ষত্র ব্লগের নিবন্ধিত সদস্যগণ উক্ত পোস্টগুলোকে ভোট দিতে পারবেন।
# একটি পোস্টে একজন ব্লগার একবার ভোট করতে পারবেন। তবে তিনি চাইলে একাধিক পোস্টকে ভোট দিতে পারবেন। সর্বোচ্চ ৯ টি লেখায় ভোট দিতে পারবেন।
# বিচারকদের নম্বর ও পাঠকদের ভোট থেকে প্রাপ্ত নম্বর যোগ করে সেরা লেখার জন্য লেখকদের পুরষ্কার প্রদান করা হবে।
# আয়োজনের জন্য বিবেচিত পোস্ট অবশ্যই ‘নক্ষত্র ব্লগে’ প্রথম প্রকাশিত হতে হবে। অন্য কোন অনলাইন/অফলাইন মিডিয়াতে ইতিপূর্বে অথবা প্রতিযোগিতা চলাকালীন সময়ে প্রকাশিত কোন লেখা এই আয়োজনে পুরষ্কারের জন্য বিবেচনা করা হবে না।
# এই আয়োজন চলবে ৭মার্চ থেকে ২৬মার্চ, ২০১৫ পর্যন্ত।
# এই আয়োজনে উল্লেখিত ‘সময়' এবং ‘তারিখ' "বাংলাদেশ সময়" কে বিবেচনা করা হবে। সর্বক্ষেত্রে বিচারকদের সিদ্ধান্তকে চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে বিবেচনা করা হবে। এই বিষয়ে কোন প্রকার আপত্তি গ্রহনযোগ্য হবে না।
প্রতিযোগিতার সময়সূচী
বাছাই: প্রাপ্ত সকল লেখা থেকে বাছাই করা পোষ্ট পহেলা এপ্রিল ব্লগে প্রকাশ করা হবে। ৭ এপ্রিল পর্যন্ত ভোটিং লাইন খোলা থাকবে। এসময় বিচারকগণ লেখা মূল্যায়ন করবেন।
ফলাফল: বিচারকদের দেওয়া নাম্বারের গড় এবং ভোটে প্রাপ্ত নম্বর যোগ করে ১৩ এপ্রিল বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।
পুরষ্কার: পুরষ্কার প্রদানের তারিখ ও স্থান পরে ঘোষণা করা হবে।
৮ Likes ১০ Comments ০ Share ৬৩৩ Views