Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

Blog Moderator

৮ বছর আগে

মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে প্রতিযোগিতা ২০১৫’র সফল সমাপ্তি

প্রিয় ব্লগারবৃন্দ,   
প্রতি বছরের ন্যায় ‘নক্ষত্র ব্লগ’ এর এবারো মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে প্রতিযোগিতা ২০১৫’র পুরষ্কার বিতরণী অনুষ্ঠান  সুসম্পন্নভাবে সমাপ্ত হল। গতকাল নক্ষত্র ব্লগের অফিসে প্রতিযোগিতার প্রতিযোগী ও নক্ষত্রে কর্মরত কর্মীরা ছিলেন বিকাল ৫টার পর। অনুষ্ঠানে উপস্থিত ছিল বিচারক মন্ডলী, নক্ষত্রের সিইও, কর্মী, 
কিছু অতিথি ব্লগারবৃন্দ ও প্রত্যেক বিভাগের প্রতিযোগীরা।

এই প্রতিযোগিতায় বিচারকদের মান যাচাইয়ের মাধ্যমে বিজয়ীদের পুরষ্কার প্রদান করা হয়ে থাকে।

 

গল্প ও কবিতা বিভাগে তিনজন করে ছয়জনকে পুরষ্কার বিরতণ করা হয়। পুরষ্কার বিতরণ করে থাকেন তাহামিদুর রহমান ও মাসুম বাদল।

গল্প বিভাগে সেরা তিন লেখকঃ

*ইনজামুল হক (গল্পঃ অপেক্ষা ও আর্তনাদ)

*টি আই সরকার তৌহিদ (গল্পঃ মুক্তির মুক্তি)

* দীপঙ্কর বেরা (গল্পঃ বিজয় হাসি)

কবিতা বিভাগে সেরা তিন লেখকঃ

*মোঃ মালেক জোমাদ্দার (কবিতাঃ আজও খুঁজি)

* মামুন (কবিতাঃ আমার প্রিয় স্বাধীনতা)

* এই মেঘ এই রোদ্দুর (কবিতাঃ বাংলার আকাশে আঁধারের ঘনঘটা)   

 



পুরস্কার বিতরণীর পর প্রত্যেক বিজয়ী নিজ নিজ মনোভাব প্রকাশ করেন। ব্লগ নিয়েও আলাপ আলোচনা হয়। গতকাল সন্ধ্যায় “নক্ষত্র”  অফিসে ইফতারের  আয়োজন করা হয়। আর এর মাঝেই অনুষ্ঠান সমাপ্ত হয়ে থাকে।






পরিশেষে বলতে চাই, নক্ষত্র ব্লগের কর্মরতদের ভুল-ত্রুটিগুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। সাহিত্যের সাথে থাকুন, ব্লগিং করুন, প্রকাশ করুন নিজের প্রতিভা। ভালো থাকবেন সবাই।।

শুভ ব্লগিং। সবাইকে ধন্যবাদ।
০ Likes ৪ Comments ০ Share ৪৩৮ Views

Comments (4)

  • - আলমগীর সরকার লিটন

    অনেক ভাল লাগল

    শুভ কামনা জানাই

    • - অনিকেত নন্দিনী

      অফুরান ধন্যবাদ emoticons

    - সোহেল আহমেদ পরান

    সুন্দর 

    emoticons

    • - অনিকেত নন্দিনী

      ধন্যবাদ emoticons