Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

সুব্রত শুভ

১০ বছর আগে

মত প্রকাশ আমার অধিকার

আমি হিন্দু আমি এই দেশের নাগরিক, আমার ধর্ম নিয়া কটুক্তি করলে কিংবা মন্দির ভাইঙ্গা ফেললে এদেশে কি আইন আছে আমার জানা নাই? ওয়াজ মাফিলে কুৎসিত চেহারার লোকগুলা যখন ধর্মের নামে বাড়াবাড়ি কইরা আমার ধর্মের ১৪ গুষ্ঠি ওদ্ধার করে এর জন্য কি ধারা আছে আমি জানি নাহ, ডাইনে বায়ে যেখানে সেখানে মালু বইলা গালি খাওয়া স্বাভবিক হয়ে গেছে আমার কাছে, মূলত সংবিধানেই আমার পায়ে ডান্ডাবেড়ি পরাইয়া দিছে সো কিছু করার নাই, এই অবস্থায় আমাদের ধর্মের লোকেরা সুযোগে অন্য দেশে যাইব না তো কি করব? আপ্নেরা তো অবাধ সুযোগ সুবিধায় থাইকা অনেকেই পাকি পতাকা নিয়া সেই নাচ দেন। হায় এই দেশে পাকিরা চইল্লা গেছে, যায় নায় শুধু পাকি প্রবৃতি। এই দেশে পাকি প্রবৃতি হইয়া আজো ৫৭ ধারা নামক ব্লাশফেমি ফিরে আসে সংবিধানে প্রগতিশীল-দের ছত্রছায়ায়। 
আমরা কি এই বাংলাদেশ চাইছিলাম?

০ Likes ২ Comments ০ Share ৩৬২ Views

Comments (2)

  • - আলমগীর সরকার লিটন

    চারু দা

    খুবি ভাল লাগল-------

     

    • - চারু মান্নান

      thanks dear all the best,,,,,,,