Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

বৃষ্টিস্নাত মেঘলা রাতে একলা আমি

কৃষ্ঞ পক্ষের রাত ৷ দৃশ্যমান পুরো দুনিয়াটা ঘুটঘুটে অন্ধকারে ঢাকা ৷ উপরের আকাশটা মেঘলা ৷ বিকেলে বৃষ্টি হয়েছে এক পশলা ৷ বেশ অনেকক্ষণ ৷ তপ্ত দুনিয়াটাকে ঠাণ্ডা করে দিয়ে গেছে ৷ আবহাওয়াটা এখনও ঠাণ্ডা ৷ তার সাথে আবার যোগ হয়েছে এখন ঝিরিঝিরি বাতাস ৷ ঝি ঝি পোকা ডাকছে চারদিকে ৷ বেশ শব্দ করে ৷ 

এমন একটা ঘোর লাগা পরিবেশে মেঘলা খোলা আকাশের নীচে বসে আছি আমি একা একা ৷ কেউ নেই চারিপাশে ৷ সবাই ঘুমিয়ে কাদা হবার যোগাড় ৷ বাইরে খোলা উঠোনে চেয়ার পেতে বসে আছি আমি একা ৷ দু'চোখ ভরে দেখছি রাতের অন্ধকার ৷ শরীর-মন দিয়ে উপভোগ করছি একাকী রাতের নিঃসঙ্গতা ৷

কুয়াশাও পড়ছে হালকা হালকা ৷ নিঃশব্দ রাতে টিনের চালে ও গাছের পাতায় টুপটুপ কুয়াশার পানি পড়ার শব্দটাও কিন্তু ভারী চমৎকার ৷ এটা যারা শুনেছেন তারাই কেবল উপলব্ধি করতে পারবেন ৷ এক অপূর্ব মোহনীয় মুহূর্ত ৷

অথচ এমন মোহনীয় মুহূর্তেও আমার মনটা খারাপ ৷ বুঝতে পারছি না কেন ৷ সেই সন্ধ্যায় বৃষ্টি বন্ধ হবার পর থেকেই আমি এভাবে বাইরে বসে আছি এখন অব্দি ৷ দুই হাতে গায়ে মাখছি এই মাদকতা ৷ এমন মাদকতা ছড়ানো পরিবেশটাই কি আমার মন খারাপের কারণ কিনা তাও বুঝতে পারছি না ৷ আর তাই বা কি করে হয় ৷ কারণ মনেতো এমনটা হচ্ছে না ৷ মনে হচ্ছে যেন জীবন থেকে অনেক গুরুত্বপূর্ণ কিছু হারিয়ে ফেলেছি এবং আরো অমূল্য কিছু হারিয়ে যেতে বসেছে ৷

কুমিল্লার বরুড়ায় নানা বাড়ি বেড়াতে এসেছি দু'দিন হল ৷ আজ রাতটাতো এভাবেই অতিবাহীত হতে চলল ৷ সামনে পিছে ডানে বাঁয়ে গাছের ভীড়ে কিছু হয়ত নড়ছে ৷ রাতজাগা পাখি হঠাৎ ডেকে উঠছে বেসুরো গলায় ৷ ঝি ঝি পোকার গানতো আছেই ৷ আমি বসে আছি সুবিশাল উঠোনের মাঝ বরাবর ৷ বাকি রাতটা কিভাবে যায় দেখি ৷
১০.১০.২০১৪ ইং
০ Likes ৩ Comments ০ Share ৬৭২ Views

Comments (3)

  • - বিষ পিঁপড়ে / <u>তাইবুল ইসলাম</u>

    খুব ভালো লাগলো এই পোস্টটি

    emoticons

    - বুনোটের ঘুলঘুলি

    খুব ভালো লাগলো ।

    - ফারজানা মৌরি

    তিনি সত্যি ক্রেজ ছিলেন।