Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

uddin kamal md

১০ বছর আগে

বান্দর - একটি ফটোপোষ্ট

গ্রামের নাম রামপুর। এটা নরসিংদী জেলার মনোহরদী থানার অন্তর্গত একটি গ্রাম। এই গ্রামটিতে প্রচুর লোকসংখ্যা থাকলেও একটা অংশে বিশাল বিশাল প্রাচীন গাছ আর ঝোপঝাড়ের কারণে এটাকে অনেকটা বনভুমীর মতোই দেখা যায়। বলতে পারেন বানরের আবাসস্থলের জন্য যা খুবই উপযোগী। অনেকে এটাকে বানরের গ্রামও বলে থাকে। তো একদিন চলে গেলাম রামপুরের বানর দেখতে। যাদের সাথে দেখা হলো তাদের নিয়েই আমার আজকের বানরীয় পোষ্ট 

স্থানীয়দের সাথে কথা বলে জানা যায় এই গ্রামে আট থেকে দশটি দল আছে বানরের। একেক দলে ২০ থেকে ২৫টি বানর থাকে। সেই হিসাবে ২০০ থেকে ২৫০টি বানর এই গ্রামে বাস করে, যদিও খাদ্য আর মানুষের অত্যাচারে ওদের জীবন এখানে বিপন্ন প্রায়।

 

(২/৩) আগের বার বানরদের দেখা পেয়েছিলাম মন্দিরের উপরের বটগাছে, এবার অনেকক্ষণ বট গাছের নিচে বসেও ওদের সাক্ষাৎ পাইনি, শেষে একজন বললো শশ্মান ঘাটের দিকে গেলে পেতে পারেন, কারণ ওরা এক যায়গায় স্থির থাকে না। শশ্মান ঘাটের বাঁশের ঝাড়ে ঠিকই ওদের পেয়ে গেলাম।

 

(৪/৫) পর্যটকদের ওরা চেনে, কেউ আসে খাবার নিয়া কেউ আবার ঢিল ছুরে ওদের বিরক্ত করে, তাই বাঁশ বাগানে বসে আমাদের ওরা ভালোভাবে পর্যবেক্ষণ করছে।

 

(৬) ক্যামেরা দেখে ভালোই পোজ দিলো, কি বলেন

 

(৭) কেউ আবার আমাদের চাইতে বাচ্চার দিকেই বেশী মনোযোগী।

 

(৮/৯) ইতিমধ্যে আবার বৃষ্টি শুরু হওয়ায় আমাদের আর বানরদের দুপক্ষেরই অসুবিধায় পরতে হয়।

 

(১০/১১) প্রথমে বিস্কুট দিয়ে বুঝলাম এভাবে সব বানরকে বাঁশ ঝাড় থেকে বের করা সম্ভব নয় তাই নিয়ে আসলাম মুড়ি, আর ছিটিয়ে দিলাম পাশের খালি জায়গায়। ব্যস একে একে সবাই বেড়িয়ে আসতে লাগলো।

 

(১২) ওরা আমাদের দেওয়া মুড়িগুলো কুড়িয়ে খেতে লাগলো, আর আমরা মনের সুখে ওদের ছবি তুললাম।

 

(১৩/১৪) মায়ের আশে পাশে বাচ্চাটি মনের সূখে খাচ্ছে খেলছে।

 

(১৫) এই দুইটার নাম দিছি আমি মাথা নষ্ট, ওরা বার বার আমাদের আক্রমণ করার চেষ্টা করে।

 

(১৬) বানরের বাচ্চাগুলোর কার্যক্রমই সব চেয়ে মজার।

 

(১৭/১৮) মুড়ি খাওয়ার পর কেউ কেউ কাঠাল খাওয়ার ব্যস্ত হয়ে পরে।

 

(১৯) খাওয়ার শেষ হওয়ার পর অনেকেই আয়েশ করে জিরিয়ে নিচ্ছে, আর আমরাও বাড়ির পথে পা বাড়ালাম।

০ Likes ১২১ Comments ০ Share ১৩৩৩ Views

Comments (121)

  • - গোলাম মোস্তফা

    • - সুমন আহমেদ

      ধন্যবাদ মোস্তফা ভাই।

    - তাহমিদুর রহমান

    শুভেচ্ছা রইল ভাই সুমন আহমেদ

    • - সুমন আহমেদ

      ধন্যবাদ আপনাকেও। অনেক শুভেচ্ছা।

    - জাকিয়া জেসমিন যূথী

    চমৎকার লিখেছেন।

    আপনারা সবাইই বেশ চমৎকার সব গল্প প্রতিযোগিতার জন্য দিচ্ছেন। আমিই কেমন একটা সিম্পল ভালোবাসাবাসি'র গল্প দিলাম, ধুর!! 

    • - সুমন আহমেদ

      আপনাকে ধন্যবাদ। আমি গল্পকার নই। গল্প লিখি না। হাতে গোনা ৩/৪টি হবে হয়ত। ভাল লেগেছে জেনে ভাল লাগলো। ভাল থাকুন।

    Load more comments...