Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

uddin kamal md

১০ বছর আগে

বাঙ্গির মাঠে একদিন.....ফটোব্লগ

বাঙ্গির মাঠে যাওয়ার ইচ্ছেটা অনেক দিনের কিন্তু সময় সুযোগ করে যাওয়া হয়ে উঠছোলো না । এবারও যখন গেলাম ততোদিনে দেরী হয়ে গেছে । তবু যেটুকু দেখলাম, যেটুকু ছবি তুললাম, তা আপনাদের সামনে উপস্থিত করার চেষ্টা করলাম ।

 

রায়পুরা থেকে ট্রলারে মেঘনা নদী পার হয়েই দেখলাম ভ্যন গাড়ি ভরে বাঙ্গি আনা হচ্ছে ট্রলারে করে নদীর ওপার যাবে বলে ।

 

তারপর আরো বাঙ্গি.........

 

বাঙ্গি ক্ষেত পর্যন্ত যাওয়ার আগে এমন দৃশ্যের কোন অভাব ছিলো না ।

 

এক সময় আমরা পৌছে গেলাম বাঙ্গি ক্ষেতে, আশা পাশে কিছু ধান ক্ষেত ব্যতীত শুধু বাঙ্গি আর বাঙ্গি ।

 

আমার সঙ্গী ব্লগার জে আলম 

 

বাঙ্গি ক্ষেতের আইল ধরে হেটে যাওয়া গ্রাম্য কিশোরী ।

 

ক্ষেতে বাঙ্গি উঠাইতেছেন একজন চাষী ।

 

কাছে যেতেই তিনি আমাদেরকে বাঙ্গি দিয়ে আপ্যায়ন করছেন, গ্রাম বাংলার সাধারণ মানুষের সেই চির চেনা রূপ ।

 

বাড়ি থেকে ওরা খাবার নিয়ে এসেছে, বাঙ্গি তোলার পরই কৃষকরা খাবে ।

 

বাঙ্গির বোঝা কিন্তু বেশ ভারী ।

 

বোঝা নিয়ে ওরা এগিয়ে যাচ্ছে নৌকা ঘাটার দিকে ।

 

এমন কাদাময় পথেই আপনাকে যেতে হবে সরু খালের যেখানে নৌকাগুলো বাধা আছে ।

 

নৌকায় বাঙ্গি তোলা হচ্ছে.......

 

পানি স্বল্পতায় এক সময় নৌকার তলা মাটিতে ঠেকে যায়, তাই ওভাবেই ঠেলতে হয় নৌকাগুলোকে ।

 

সব শেষে আবারো বাঙালীর আথিথেয়তার চিরচেনা রূপ । বাঙ্গির মাঠে পরিচয় হয় এক কৃষাণীর সাথে । ফেরৎ আসার সময় তিনি লোক পাঠিয়ে আমাদেরকে ওনার বাড়িতে নিয়ে বাঙ্গি দিয়ে আপ্যায়ন করে । বাঙ্গি খাওয়াটা বড় কিছু ছিলনা । কিন্তু ওনাদের আপ্যায়নে আন্তরিকতায় আমরা মুগ্ধ, মুগ্ধ মধ্য নগর সসধারণ মানুষ গুলোর ব্যবহারে । আমি নিশ্চিত, মধ্য নগরে আমি আরো অনেক বার যাবো ।

০ Likes ১৯ Comments ০ Share ১৬৫১ Views