Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

uddin kamal md

১০ বছর আগে

বর্ষায় অপরূপ টাঙ্গুয়া

টাঙ্গুয়ার হাওর সুনামগঞ্জ জেলার ধর্মপাশা ও তাহিরপুর উপজেলার মেঘালয় পাহাড়ের পাদদেশে অবস্থিত। মেঘালয় পাহাড় থেকে ৩০টিরও বেশি ঝরা (ঝরণা) এসে মিশেছে এই হাওরে। দুই উপজেলার ১৮টি মৌজায় ৫১টি হাওরের সমন্বয়ে ৯,৭২৭ হেক্টর এলাকা নিয়ে টাঙ্গুয়ার হাওর জেলার সবচেয়ে বড় জলাভূমি। পানিবহুল মূল হাওর ২৮ বর্গকিলোমিটার এবং বাকি অংশ গ্রামগঞ্জ ও কৃষিজমি। গাছ-মাছ-পাখি আর প্রাকৃতিক জীববৈচিত্র্যের আধার এই হাওর। স্থানীয় বাংলাদেশী জাতের পাখি ছাড়াও শীতকালে, সুদূর সাইবেরিয়া থেকে আগত পরিযায়ী পাখিরও আবাস এই হাওর।

শীত মৌসুমে টাঙ্গুয়ার হাওরে কয়েকবার ভ্রমণ অভিজ্ঞতা থাকলেও বর্ষায় এবারই প্রথম। আর বর্ষায় টাঙ্গুয়ার রূপ দেখে তো আমি একেবারে হতবাক। মনের অজান্তেই একটা কথা মুখ দিয়ে বেরিয়ে এলো, এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি.......... 

ভ্রমণ বাংলাদেশের সেই মজাদার ট্যুরের কিছু ছবি নিয়েই আমার আজকের পোষ্ট। 

(২) সুনামগঞ্জের সুরমা নদীর মোটর ঘাট থেকে এমন বৃষ্টিস্নাত ট্রলারে করেই আমাদের টাঙ্গুয়ার হাওরের উদ্দেশ্যে যাত্রা শুরু।

 

(৩) নদী পার হয়ে গাড়ির জন্য দীর্ঘ সময় বসে থাকার সময় তোলা ছবি, মাছ ও শাপলা নিয়ে বাজারের উদ্দেশ্যে যাওয়া এক জেলের ছবি।

 

(৪) এই এলাকার যাত্রীদের জন্য প্রধান বাহন এই মোটর বাইক, বৃষ্টি উপেক্ষা করেই অনেকে ছুটছে গন্তব্যে । 

 

(৫) এক সময় গাড়ি এলো আর আমরা ছুটলাম তাহিরপুরের উদ্দেশ্যে । 

 

(৬/৭) রাস্তার পাশের কৃষি জমিতে কৃষকদের খেলা চলছে অবিরত। 

 

(৮) নামের সার্থকতা বজায় রাখতেই হয়তো ওপারের মেঘালয় পাহাড়টা মেঘে ঢেকে আছে 

 

(৯) খেয়া নিয়ে জলাপথ পাড়ি দিচ্ছে এক কিশোরী । 

 

(১০) তাহিরপুরে পৌছেই এমন ফুলবল টিম দেখে চমৎকৃত হলাম। 

 

(১১) ফুটবল খেলা শেষ করেই ওরা মেতে উঠেছে জলকেলীতে। 

 

(১২) এবার ট্রলার নিয়ে আমরা ছুটলাম হাওরের উদ্দেশ্যে । 

 

(১৩) জেলে নৌকা দুটি কিছু করছে। 

 

(১৪) হাওর পারের একটি বাড়িতে বিয়ের গেইট, বর আসার অপেক্ষায় মানুষজন। 

 

(১৫) কিছুক্ষণের মধ্যেই বিচিত্র রকমের বরের ট্রলারের দেখা আমরা পেয়ে যাই। 

 

(১৬) একটা প্রাইমারী স্কুল, দুই পাশে বাঁশের সাকোর সেতুবন্ধন। 

 

(১৭/১৮) চারিদিকে পানি, মাঝখানের দ্বীপের মতো ভেসে আসে বাড়িঘরগুলো। 

 

(১৯) হাওর পারি ছিচ্ছে দুই প্রবীন। 

 

(২০) জলকেলীরত ভ্রমণ বাংলাদেশ। 

 

(২১) একটা সবুজ দ্বীপ। 

 

(২২) পুরো টাঙ্গুয়ার হাওর ঘুরে এক সময় আমরা ফিরে যাচ্ছি মেঘালয়ের পাদদেশের টেকেরঘাটে। 

 

(২৩) তাহিরপুর থেকে রওয়ানা হয়ে, সারাদিন হাওর ঘুরে টেকের ঘাটে রাত্রী যাপনের মধ্যেই আমাদের বর্ষায় টাঙ্গুয়ার হাওর দেখা শেষ হয়, কিন্তু এই অপরূপ সৌন্দর্য্যের রেশ মন থেকে কখনো শেষ হবার নয়। 

 

৩ Likes ৫১ Comments ০ Share ১৭৩২ Views

Comments (51)

  • - আলমগীর সরকার লিটন

    সুন্দর অনুভূতি খুঁজে পেলাম কবি দা

    • - মোকসেদুল ইসলাম

      ধন্যবাদ আলমগীর ভাই

    - চারু মান্নান

    bes laglo kobi,,,,,,,

    • - মোকসেদুল ইসলাম

      ভাল লেগেছে জেনে খুশি হলাম

    - লুৎফুর রহমান পাশা

    সুন্দর লেখনি চলতে থাকুক নিরন্তর

    • - মোকসেদুল ইসলাম

      ধন্যবাদ পাশা ভাই। আপনাদের প্রেরণা আর উৎসাহ পেলে নিশ্চয় এমন লিখা চলতেই থাকবে। ভাল থাকবেন

    Load more comments...