Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

uddin kamal md

১০ বছর আগে

বনে বাঁদাড়ে......৩

প্রকৃতির সৌন্দর্যের সাথে আমার প্রেম । বনে বাঁদাড়ে ঘুরে বেড়াই, পাখি দেখি, ফুল দেখি, আর মাঝে মাঝে ছবি তোলার চেষ্টা করি। ইচ্ছে করে পাহাড়ে হেলান দিয়ে নীল আকাশ দেখি, ইচ্ছে করে ঘাস ফুলদের সাথে চুপি চুপি কথা বলি, ইচ্ছে করে সাগর, নদী খাল-বিলে সাতার কাটি রাজহংসের মতো । ইচ্ছে করে বাংলার প্রতিটি ইঞ্চি মাটির সুবাস নেই ।

ইচ্ছেগুলো কতটা সফল হবে জানিনা, তবে সংসারের যাতাকল থেকে সুযোগ পেলেই আমি হারিয়ে যাই আমার ইচ্ছে ভুবনে । সেই সাথে আমার দেখা সৌন্দর্যকে ধরে রাখার জন্য তুলে রাখি অঢেল ছবি, আর সেই ছবিগুলো নিয়েই আমার বনে বাঁদাড়ে সিরিজটা শুরু করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে।

 

(২) ঘাস ফুল, থিম্পু, ভুটান ।

 

(৩)  চড়ক পূজা, ধামরাই ।

 

(৪) মাছ ধরা, আতুকুড়া, বানিয়াচং ।

 

(৫) কুমার বাড়ি, গাংকুল, কুমিল্লা দক্ষিণ সদর ।

 

(৬)  যাদুকাটা নদী, তাহিরপুর, সুনামগঞ্জ ।

 

(৭) হামহাম ঝর্ণার পথে, রাজকান্দি, কমলগঞ্জ, মৌলভী বাজার ।

 

(৮) কোষা.......

 

(৯) বালিয়াড়ি, সোনাদিয়া দ্বীপ ।

 

(১০) খুলি হাল তুলি পাল ঐ তরী চলল, মেঘনা নদী, মানিকপুর, আড়াইহাজার, নারায়নগঞ্জ ।

 

(১১) ফুল, নাম জানিনা । 

 

(১২) ব্যঙের ছাতা, বটেশ্বর, নরসিংদী ।

 

(১৩) কাঠাল, বটেশ্বর, নরসিংদী । 

 

(১৪) পেঁচা, বালিয়াটি, মানিকগঞ্জ ।

 

(১৫) পানি পোকা ।

 

(১৬) স্টেশনের নাম ঘুম, বলেন তো কোথায় 

 

(১৭) সবুজ মেঠো পথ, আমার বাড়ি পাশে ।

 

(১৮) মাছ ধরা, টাঙ্গুয়ার হাওড়ের পাশে অবস্থিত এই নদীটার নাম জানি না ।

 

( ১৯ ট্রেন, টঙ্গী, এজতেমার সময়ে ।

 

(২০) ভক্তি, চন্দ্রনাথ পাহাড় চুড়া, শীতাকুন্ড ।

 

(২১) মাছ ধরা, নিঝুম দ্বীপ ।

 

(২২) কাপ্তাই হৃদ, রাঙামাটি ।

 

(২৩) সোনালু, পলাশ নরসিংদী ।

 

(২৪) খেজুর, পলাশ নরসিংদী ।

 

(২৫) সর্বশেষ সুন্দরীর গলা জড়িয়ে ধরে আমার একটা ছবি, না না আমি কোন সুন্দরী মেয়ের কথা বলছি না, সুন্দর বনের সুন্দরী গাছের কথা বলছি 

বনে বাঁদাড়ে...... ১ 

বনে বাঁদাড়ে...... ২

০ Likes ৩৯ Comments ০ Share ২২৯৩ Views

Comments (39)

  • - ঘাস ফুল

    মানবিক কাজে ছোট বড় বলে কিছু নেই ইশতিয়াক। এখানে লজ্জারও কিছু নাই। কারণ সাধ্যের অতিরিক্ত করার কোন সাধ্য কারো নাই। আপনার অভিজ্ঞতা পড়ে ভালো খারাপ দুটোই লাগলো। শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ। আর মানবিক কাজে নিজেকে জড়িয়েছেন বলে স্যালুট। 

    • - আহমেদ ইশতিয়াক

      অনেক ধন্যবাদ ঘাস ফুল... দোয়া করবেন যাতে আরো ভালো কিছু করতে পারি।

    • Load more relies...
    - আনমনা

     

    এমন কাজে একটি এক, এক হাজারের বরাবর। যার মন বড় তার সাধ্যের সীমা সংক্ষিপ্ত। একটু একটু করে অল্প অল্প করে করতে পারলেও শান্তি। হ্যাঁ নিজের কাছে মনে হয় আরেকটু করতে পারলে আরেকটু ভালো হতো, ভালো লাগতো। আজ পারেননি, আরেকদিন পারবেন। দেখবেন আজ আপনারা ৫জন কাল ৫০০০জনের প্রেরণা হয়ে যাবেন। একসাথে না হোক আলাদা আলাদা করেই কেউ না কেউ কোথাও না কোথাও ঠিক শীত কেটে কেটে উষ্ণতা পৌঁছে দেবে। মানবিক হয়ে উঠুক সবাই। যাদের কিছু নেই, যারা ভুগছেন তারা তো আমাদেরই আপন মানুষ। সাধ্যে যা আছে তা নিয়ে আমাদেরই আমাদের পাশে দাড়াতে হবে, এই আমাদের মানুষগুলোর আমরা ছাড়া আর আছে কে বলেন? 

    আপনার কাজের প্রতি শ্রদ্ধা এবং বাহাবা থাকলো ভাই। এমন কাজ যারা করে  যাচ্ছেন প্রতিনিয়ত তাদের সবাইকে স্যালুট। 

    - আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম

    চাচীর মহব্বত বাড়াইয়া নেকির কাম করছেন।

    মানবিক কাজে অংশ নিয়ে সত্যিকারের মনুষ্যত্বের পরিচয় দিয়েছেন। আপনাকে অভিনন্দন। ধন্যবাদ, ভাই আহমেদ ইশতিয়াক।

    Load more comments...