Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

uddin kamal md

১০ বছর আগে

বনে বাঁদাড়ে.....৭


প্রকৃতির সৌন্দর্যের সাথে আমার প্রেম । বনে বাঁদাড়ে ঘুরে বেড়াই, পাখি দেখি, ফুল দেখি, আর মাঝে মাঝে ছবি তোলার চেষ্টা করি। ইচ্ছে করে পাহাড়ে হেলান দিয়ে নীল আকাশ দেখি, ইচ্ছে করে ঘাস ফুলদের সাথে চুপি চুপি কথা বলি, ইচ্ছে করে সাগর, নদী খাল-বিলে সাতার কাটি রাজহংসের মতো । ইচ্ছে করে বাংলার প্রতিটি ইঞ্চি মাটির সুবাস নেই ।

ইচ্ছেগুলো কতটা সফল হবে জানিনা, তবে সংসারের যাতাকল থেকে সুযোগ পেলেই আমি হারিয়ে যাই আমার ইচ্ছে ভুবনে । সেই সাথে আমার দেখা সৌন্দর্যকে ধরে রাখার জন্য তুলে রাখি অঢেল ছবি, আর সেই ছবিগুলো নিয়েই আমার বনে বাঁদাড়ে সিরিজটা শুরু করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে ।

২ । সেন্টমার্টিন দ্বীপ থেকে তোলা ছবি ।


৩ । চা গাছের ফুল, তেলিয়াপাড়া, মাধবপুর, হবিগঞ্জ থেকে তোলা ছবি ।


৪ । সফেদা ফল, বান্দারবানের পর্যটন মোটেলের সামনে থেকে তোলা ছবি ।


৫ । না এটা কোন দেশের পতাকা না, একটা অন্ধকারাচ্ছন্ন সকালের প্রথম সূর্যের ছবি এটা ।


৬ । যাই মধু আহরণে..........


৭ । পাখি । বাইক্কা বিল, শ্রীমঙ্গল, মৌলভীবাজার থেকে তোলা ছবি ।


৮ । পদ্মার ভাঙন, জাজিরা, শরিয়তপুর থেকে তোলা ছবি ।


৯ । পালকী, মোহাম্মাদ আলী প্যালেস মিউজিয়াম, বগুড়া থেকে তোলা ছবি ।


১০ । খেয়া, খাক্কান্দা, আড়াইহাজার, নারায়ছগঞ্জ থেকে তোলা ছবি ।


১১ । গুইসাপ, নারায়ণগঞ্জের মদনগঞ্জ থেকে তোলা ছবি ।


১২ । বাড়ি, সোনাদিয়া দ্বীপ থেকে তোলা ছবি ।


১৩ । পালের নাও, মানিকপুর ফেরিঘাট, আড়াইহাজার, নারায়নগঞ্জ থেকে তোলা ছবি ।


১৪ । গাব গাছ, নরসিংদীর নুরালাপুর গ্রাম থেকে তোলা ছবি ।


১৫ । তাবু ও তার বাসিন্দা, নিঝুম দ্বীপ থেকে তোলা ছবি ।


১৬ । মাজার, এই স্থানের নাম আমি জানিনা, সিলেট যাবার পথে ব্রাক্ষনবাড়িয়ার কোন স্থানে আছে এটি ।


১৭ । বালাপুর জমিদার বাড়ি, মাধবদী, নরসিংদী থেকে তোলা ছবি ।


১৮ । মাছ ধরা, কোন এক গ্রাম থেকে তোলা ছবি ।


১৯ । সব শেষে দার্জিলিং এর টাইগার হিলে আমার একটা ছবি

বনে বাঁদাড়ে...... ১ 

বনে বাঁদাড়ে...... ২

বনে বাঁদাড়ে......৩

বনে বাঁদাড়ে...... ৪

বনে বাঁদাড়ে......৫

বনে বাঁদাড়ে.....৬
০ Likes ৬ Comments ০ Share ১৫৪৫ Views

Comments (6)

  • - আসাদুস জামান বাবু

    কবির ভাই আপনার গল্পটা বেশ ভালো লাগলো ॥ শুভ কামনা রইল

    • - মোহাম্মদ এনামুল কবির

      ধন্যবাদ বাবু ভাই।

    - লুৎফুর রহমান পাশা

    আপনার গল্পের হাত প্রসারিত হউক। অনেক দিন পর সম্ভবত লিখছেন। মাঝখানে বিরতি দিয়েছিলেন।

    • - মোহাম্মদ এনামুল কবির

      কেমন আছেন পাশা ভাই? ব্যস্ততার কারণে নিয়মিত লেখা হয়ে ওঠে না। নিয়মিত হবার চেষ্টা করছি। ধন্যবাদ।

    - ঘাস ফুল

    ভালোবাসার গল্প হিসাবে গল্পের বয়ান খুব হালকা হয়ে গেছে। কাহিনীতেও খুব একটা গভীরতা নেই। তবুও এই গল্পটাকেই অনেক সুন্দর করা যেতো, যদি আপনি বাক্য গঠনে এবং শব্দের গাঁথুনিতে পরিপক্বতার ছাপ দেখাতে পাড়তেন। ভালোবাসার গল্পগুলোতে একটা কাব্যিক ভাব থাকে অনেক সময় অথচ আপনার গল্পে কেমন জানি একটা অপ্রাপ্ত বয়সের ছেলেমেয়েদের ভালোবাসার ভাব ফুটে উঠেছে। তাই গল্পের ভালোবাসাটা ঠিক অনুভব করা গেলো না। গল্পটা আরও অনেক ভালো হওয়ার দাবী রাখে এনামুল কবির। ঐ যে পাশা যেটা বললেন বেশ বিরতি নিয়েছেন। হয়তো সে কারণেই এমনটি হয়েছে। তবে নিয়মিত লিখতে থাকলে অবশ্যই আরও ভালো গল্প আপনার কাছ থেকে পাবো বলে আশা করছি। ধন্যবাদ আপনাকে। 

    • - মোহাম্মদ এনামুল কবির

      বিশ্লেষনধর্মী মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।

    Load more comments...