Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

মাসুম বাদল

৯ বছর আগে

প্রিয় কবিতা আবৃত্তিঃ ০০৭

ঠাঁই

-গাজী নিষাদ

 

[আবৃত্তি শুনতে হলে ক্লিক করুন]

 

তুমি যেদিন চুলে লাল ফিতে বেঁধে বিনুনি করলে প্রথম -

জল দীঘিতে তোমার ছায়া দেখে মনে হল যেন লাজুক প্রতিমা ,

স্বর্গ, মর্ত্য বিনাশের অবিনশ্বর ক্ষমতা নিয়েও ধীর এবং শান্ত -

মঠের প্রাজ্ঞ সন্ন্যাসিনীর মত দুর্লভ ক্ষমতার অধিকারী,

অথচ শান্তিকামী-

কুমারী মেরীর মত পবিত্র।

তোমার সর্পচূড়া বিনুনি দেখে প্রেমে পড়ল কাঁটা বৃক্ষ -

তুমি ছুঁয়ে ও দিলে আলতো করে,

বৃক্ষ শুষে নিল কুমারীর তুলতুলে রক্ত।

 

একদিন তুমি সিঁদুর রাঙা লাল টিপ পড়লে কপালে

প্রবীণ সূর্যও তোমায় গড় হয়ে প্রণাম করল প্রভাতে,

রোদেরা তোমায় ঘিরে পূজো দিলো -

প্রসাদ খেতে এলো গাঙচিল।

কেবল আমার-ই ঠাঁই ছিলো না কোন দিন-

তোমার বিনুনি কিংবা লাল টিপে।

 

 

০ Likes ১৩ Comments ০ Share ৪১১ Views