Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

মাসুম বাদল

১০ বছর আগে

প্রিয় কবিতা আবৃত্তিঃ ০০৩

জননী জন্মভূমি

-সুভাষ মুখোপাধ্যায়

 

 

[আবৃত্তি শুনতে হলে ক্লিক করুন] 

 

 

আমি ভীষণ ভালবাসতাম আমার মা-কে

কখনো মুখ ফুটে বলিনি

টিফিনের পয়সা বাঁচিয়ে

কখনও কখনও কিনে আনতাম কমলা লেবু

শুয়ে শুয়ে মা-র চোখ জলে ভরে উঠতো।

আমার ভালবাসার কথা

মা-কে কখনও আমি মুখ ফুটে বলতে পারিনি।

 

হে দেশ, হে আমার জননী-

কেমন করে তোমাকে আমি বলি!

 

যে মাটিতে ভর দিয়ে আমি উঠে দাড়িয়েছি

আমার দু’হাতের

দশ আঙুলে

তার স্মৃতি।

 

আমি যা কিছু স্পর্শ করি

সেখানেই

হে জননী,

তুমি।

আমার হৃদয় বীণা

তোমারই হাতে বাজে।

 

হে জননী,

আমরা ভয় পাইনি।

যারা তোমার মাটিতে নিষ্ঠুর থাবা বাড়িয়েছে

আমরা তাদের ঘাড় ধরে

সীমান্ত পার করে দেব।

আমরা জীবনকে নিজের মতো করে

সাজাচ্ছিলাম

আমরা সাজাতে থাকব।

 

হে জননী,

আমরা ভয় পাইনি।

যজ্ঞে বিঘ্ন ঘটেছে বলে আমরা বিরক্ত।

 

মুখ বন্ধ করে

অক্লান্ত হাতে – হে জননী,

আমরা ভালবাসার কথা বলে যাব।।

 

 

 

১ Likes ৬ Comments ০ Share ৩৬১ Views

Comments (6)

  • - লুৎফুর রহমান পাশা

    আপনার কথা ঠিক।

    • - আমির ইশতিয়াক

      ধন্যবাদ আপনাকে

    - চারু মান্নান

    শুভ নববর্ষের শুভেচ্ছা,,,,,,,,,,,,

    • - আমির ইশতিয়াক

      শুভ নববর্ষ

    - রুদ্র আমিন

    সুন্দর বলেছেন আমির ভাই। কি খবর ?

    • - আমির ইশতিয়াক

      ধন্যবাদ ভাই

    Load more comments...