Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

মুরি বাবা

৯ বছর আগে

পাপ্পাস আইছিল মুড়ি বাবার দরবারে

না এইরকম যন্ত্রণা আর সহ্য করা যায়না । গতরাতেও ঘুমের মধ্যে আবার এক লক এসে উপস্থিত............   কি হে বৎস্য সোহেল ঘুমাচ্ছো নাকি?   না লুডু খেলছি, তুমি খেলতে চাইলে বসে পড়।।   উত্তেজিত হচ্ছো কেন বৎস্য, তুচ্ছ ব্যাপারে উত্তেজিত হওয়া শরীর ও মন দুটোর জন্যই হানিকর।।   তুই কে রে খা** ছেলে, ঘুমের মধ্যে পেইন দিয়া আবার উপদেশ দেইস।।   নিউটনের কাছে তোমার কথা শুনলাম, তোমার ব্লগে নাকি ওঁর গল্পতি ছাপিয়েছ। আর হ্যাঁ আমার নাম পাপ্পাস।।   তুমি পাপ্পাস ই হও আর দাদ্দাস ই হও তাতে কার বা* কাটা গেলো । আর তোমার পু*** তো আমি আগুন দেই নাই, তা তুমি আইছো কোন বা* ফালাইতে ।   আমিও গনিত বিষয়ে কিছু কাজ করেছি । নিউটনের মত অত বিখ্যাত নই, তবে তুই তোকারী করার মত অত তুচ্ছ ও নই । তবে এটা সত্যি যার নাম নেই তার দাম নেই ।।   বুঝছ যখন, তো বিদায় হচ্ছোনা ক্যান ।।   বিদায় হয়ে কি করব বৎস্য স্বর্গলোকেও ইদানীংকালে শান্তি নাই ।।   ক্যান স্বর্গলোকে শান্তির মায়রে কে চু** আবার?   বৎস্য তোমার মুখের ভাষা অসংযত ও অতিশয় অশ্লীল । ইহা সংযত করাই বুদ্ধিমানের কাজ।।   আমি ওর উপদেশে বিরক্ত হয়া কইলাম, বাবারে আমারে ক্ষেমা দে, কি কইতে আইছিস কইয়া ভাগ ।।   বৎস্য তুমি হয়ত জাননা Volume বের করার অভিনব এক পদ্ধতি আমি বের করেছিলাম । আমি চাই তুমি সেটা বালকদের কে জানাও ।।   আমগো দ্যাশের  পোলাপাইনের Area বাইর কইরেই মা* পইড়া বা* ভিজ্জা যায় আর তুমি আইছ Volume লইয়া । তোমারে কোন নেড়ি কুত্তায় পো*** হে? পাগলামি এক্কেরে মাথায় উঠি গেছে ।।   বৎস্য আমার Volume বের করার পদ্ধতি অত্যন্ত সহজ, তুমি বালক দিগকে শিখাও । স্বর্গলোকে বড়ই সমস্যা হইতেছে।।   স্বর্গলোকে আবার কি সমস্যা? হুর পরী কম পরলে সানি লিওন রে উঠায় নিয়ে যাও। আমার এখানে মরতে আইছো ক্যা ?   ঐ রকম সমস্যা নয় বৎস্য, তোমাকে খোলসা করেই বলি............ আগে স্বর্গলোক থেকে প্রায় শুনতাম ষোড়শ থেকে অষ্টাদশ বর্ষী কন্যাগণ পাঠ করিতেছে “ সিলিন্ডারের আয়তন ভি সমান পাই আরেস্কয়ার গুনন এইচ পাই আরেস্কয়ার গুনন এইচ । যেখানে আর হলো ব্যাসার্ধ, এইচ হলো সিলিন্ডারের দৈর্ঘ্য এইচ হলো সিলিন্ডারের দৈর্ঘ্য এইচ হলো সিলিন্ডারের দৈর্ঘ্য । কোনকের আয়তন ভি সমান ওয়ান বাই থ্রি পাই আরেস্কয়ার এইচ । যেখানে আর হলো কোনকের ভুমির ব্যাসার্ধ, এইচ কোনকের উচ্চতা এইচ কোনকের উচ্চতা এইচ কোনকের উচ্চতা ।   আমি কইলাম তাতে সমস্যা কি?   না , তাতে কোন সমস্যা ছিলনা, বরং ইহাদের সুমধুর কণ্ঠস্বর শুনিয়া আমি পুলক অনুভব করিতাম এবং মনে মনে চাইতাম Volume বের করার সহজ পদ্ধতি যাহাতে এই বালিকারা কোন ভাবেই জেনে না যায় ।।   বাহ তুমিতো ভালই বদের হাড্ডি । তোমার পদ্ধতি জানাইতে আইছো ক্যান এখন হ্যাঁগো কণ্ঠে পুলক পাওনা । সানি লিওনের টা শুনো হেব্বিছে পুলক পাবা ।।   ছারও ওসব কথা । বৎস্য তুমি কি খেয়াল করনি , মোবাইল , ফেসবুক, টুইটার ইত্যাদি সামাজিক মাধ্যম আসার পর অধিকাংশ বালিকারা পড়াশুনার ধারে কাছেই নাই । তাহা বাদে যেসব বালিকারা পড়াশুনা করে তাহারা এত বেশি সৌন্দর্য সচেতন যে লিপস্টিক নষ্ট হবার ভয়ে পড়ার টেবিলে টু শব্দটি পর্যন্ত করে না ।।   তুমি কি মনে কর যে তোমার Volume বের করার সহজ পদ্ধতি জাইনা মাইয়ারা আবার আকাশ ফাটাইয়া চিৎকার করিয়া তোমারে পুলকিত করবে ?   না বৎস্য , তাহা নহে ।।   তাইলে?   তোমাদের দেশে কিছু মাথা মোটা বালক রহিয়াছে । যাহারা এই সমস্ত সুত্র মুখস্থ করিবার নিমিত্তে গগন বিদারী চিৎকার করে । ইহাদের কণ্ঠের তীব্রতায় স্বর্গলোক প্রবল ভাবে আলোড়িত হয়। ইহাদের কণ্ঠ এতই কর্কশ যে স্বর্গলোকে সকলের নিদ্রা হরন করিতেছে । তখন মহামতি নিউতন বলিলেন, ভায়া তুমি তোমার Volume বের করার সহজ পদ্ধতি এইসব আবাল বালকদিগকে শিখাইয়া দিয়া স্বর্গলোকে শান্তি প্রতিষ্ঠা কর ।।   হুম বুঝলাম , সমস্যা গুরুত্বর । আচ্ছা ঠিক আছে বল দেখি তোমার পদ্ধতি সম্পর্কে ......   তুমি তো জান বৎস্য কোন Plane (তল) কে কোন রেখার সাপেক্ষে ঘুরালে Volume (আয়তন) উৎপন্ন করে ।।   না আমি জানিনা, আমি এসব ব্যাপারে নিতান্তই গরীব। তোমারে ভাইঙ্গা চুইরা বলতে হবে ভায়া।।
  সে পকেট থেকে একটা কাগজ বের করল, তারপর নিচের চিত্রের মত আঁকল । আমারে কইল, PQRS কি ?   আমি কইলাম আয়তক্ষেত্র আবার জিগায় ।।   আয়তক্ষেত্রের দৈর্ঘ্য h, প্রস্থ r, তাহলে ক্ষেত্রফল কত বৎস্য ?   আমি কইলাম, দৈর্ঘ্য x প্রস্থ = h x r = hr  ।।   এবার চিত্রটি ভাল করে দেখে বলতো AB রেখা থেকে PQRS আয়তক্ষেত্রটির ভরকেন্দ্র কত দূরে অবস্থিত ।। AB রেখা থেকে ভরকেন্দ্র r/2 দূরে অবস্থিত।।   সে বলল , উত্তম অতি উত্তম ।।   আমি কইলাম , তারপর ।।   এবার সে বলল, PQRS আয়তক্ষেত্রটিকে AB রেখার সাপেক্ষে ২π মানে ৩৬০ ডিগ্রী ঘুরালে কি উৎপন্ন হবে ।।   আমি মাথা চুলকাইতেছি দেখে সে নিচের মত একটা চিত্র আঁকল                           
এবার বুঝতে পেরেছ ।।   আমি জি বললাম ।।   তাহলে বৎস্য মন দিয়ে শোন, এই সিলিন্ডারটির আয়তন হইবে যে আয়তক্ষেত্রটিকে ২πঘুরাইয়া আমরা সিলিন্ডারটি পাইলাম তাহার ক্ষেত্রফল গুনন বেস লাইন থেকে আয়তক্ষেত্রটির ভরকেন্দ্রের দূরত্ব গুনন যত কোনে আয়তক্ষেত্রটিকে ঘুরানো হইল ।   আমি কইলাম, তাই নাকি? তার মানে সিলিন্ডারের আয়তন               V = আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল x বেস লাইন থেকে ভরকেন্দ্রের দূরত্ব x 2π                = (hr) x (r/2) x (2π)               V = πr2h   আরে তাইতো, বেশ মজা তো তাহলে কোনকের আয়তন ?   তিনি নিচের চিত্রটি আঁকলেন এবং বললেন ত্রিভুজের ভরকেন্দ্র (১/৩) উচ্চতায় থাকে তা জান তো ?                              
আমি বললাম জানি।।   তাহলে বের কর কোনকের আয়তন ? কোনকের আয়তন = ত্রিভুজের ক্ষেত্রফল x বেস লাইন থেকে ভরকেন্দ্রের দূরত্ব x ২π                             = ( ½*h*r)*(r/3)(2π)                          V= 1/3 π r2h বাহ Cool তো আমি বললাম ।   উনি এবার নিচের চিত্রটি আঁকলেন এবং বললেন এই অর্ধবৃত্তটিকে ২π ঘুরাইলে কি উৎপন্ন হবে                                
আমি বললাম গোলক, কিন্তু বেস লাইন থেকে ভরকেন্দ্রের দূরত্ব কত?   উনি বলল, ভরকেন্দ্র বের করার Cool Trick আরেকদিন শিখাব, তবে অর্ধবৃত্তের ভরকেন্দ্র বেস লাইন থেকে 4r/3π দূরে আছে এটা বলে দিলাম। এখন গোলোকের আয়তন বের করে ফেল ।।   আয়তন V = অর্ধবৃত্তের ক্ষেত্রফল * বেস লাইন থেকে ভরকেন্দ্রের দূরত্ব* ২π বা, V    = (1/2πr2)*(4r/3π)*2π বা, V    = 4/3πr3 আমি বললাম, Cool, আপনার কাছ থেকে তো ভাল জিনিস শিখলাম।।   সে বলল, বৎস্য তোমার মুখ এখন অনেক সংযত।।     যা মাদা*** ভাগ এত্তন। পাগলাকে ভাঙ্গা সাঁকোর কথা মনে করাইস বাই**।।    

১ Likes ৩ Comments ০ Share ৬৩৮ Views