Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

নাম বদলাবে," দি বাস্টার্ড চাইল্ড"

বিনোদন মতিবেদক ফ্রম মতিকন্ঠ

বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে নির্মিত বলিউডের ছবি ‘দি বাষ্টার্ড চাইল্ড’ নিয়ে সেন্সর জটিলতার কারনে এর নাম পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছেন এর পরিচালক মৃত্যুঞ্জয় দেবব্রত।

কিন্তু নাম পরিবর্তন নিয়ে চলচিত্রটির সংগে জড়িতদের মাঝে দ্বিমত দেখা দিয়েছে।

ছবিটির পরিচালক মৃত্যুঞ্জয় এর নাম পরিবর্তন করে ‘মতিচুর রহমান’ রাখার ইচ্ছা পোষন করলেও কুশীলবদের ইচ্ছা, এর নাম ‘আমিষুল হক’ রাখা হক। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে মনমালিন্য দেখা দিয়েছে।

মৃত্যুঞ্জয় দেবব্রত বলেন, ভারতীয় সেন্সর বুড অতীতে নাজায়েজ, হারামজাদে, প্রভৃতি সিনেমা কুন আওয়াজ না করে ছাড় দিয়া দিছে। অথচ যেই আমি বানাইলাম দি বাষ্টার্ড চাইল্ড, অমনি তারা আপত্তি তুলল। আমি সেই আপত্তি কাটানর জন্য এর নাম পাল্টাইয়া ‘মতিচুর রহমান’ রাখতে চাই, অতছ রাইমা সেন, ভিক্টর বেনার্জি আর তিলোত্তমা সোম তা নিয়া ঝামেলা করতেছে। তারা চায় এর নাম ‘আমিষুল হক’ রাখা হক।

এ বেপারে রাইমা সেনের সংগে যোগাযোগ করা হলে তিনি বলেন, প্রয়াত ফারুক শেখ এই ছবিটিতে এক্টিং করেছিলেন। তারই ইচ্ছা ছিল এর নাম ‘আমিষুল হক’ রাখা হক। আমরা তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে সেই দাবী তুলে ধরছি।

মৃত্যুঞ্জয় দেবব্রত মতিকণ্ঠকে মুঠোফোনে বলেন, প্রয়জন হলে আমি দি বাষ্টার্ড চাইল্ডের সিকুয়েল নির্মান করে তার নাম ‘আমিষুল হক’ রাখব। কিন্তু এই ছবির নাম ‘মতিচুর রহমান’ ফাইনেল।

০ Likes ৪ Comments ০ Share ৪৯০ Views

Comments (4)

  • - মাটির ময়না

    আহারে......

    ঐ লোকটা পানশা টাইপ তাই জানতে চায়না :p 

    • - আলভিনা চৌধুরী

       !! 

    - মাসুম বাদল

    চমৎকার...

    • - আলভিনা চৌধুরী

      ধন্যবাদ ! 

    - সুমন আহমেদ

    অভিমানী শব্দগুচ্ছ!

    আচ্ছা, তুমি সেগুলো জানতে চাওনা কেন ??

    কেননা, তারপর অনেকটা সময় চলে গেছে যে! ...

    ভাল লাগলো কবিতা। শুভেচ্ছা।

     

    • - আলভিনা চৌধুরী

      হুম, অভিমানিনী !!  

      শুভেচ্ছা সুমন ভাই 

    • Load more relies...
    Load more comments...