Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

Blog Moderator

১০ বছর আগে

নক্ষত্র ব্লগ বনভোজন :: ২০১৪!! - আপডেট ১


শুভেচ্ছা সবার জন্য!
আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন নক্ষত্র ব্লগের উদ্যোগে জানুয়ারির ১৭ তারিখ শুক্রবার আয়োজিত/অনুষ্ঠিত হচ্ছে বার্ষিক বনভোজন ২০১৪! চিয়ার্স!!

নাগরিক জীবন থেকে একদিনের ছুটি নিয়ে একান্তে কিছুটা সময় কাটাবার উদ্দেশ্যে, সহ ব্লগারদের সঙ্গে পরিচিত হবার একান্ত বাসনায় আমরা যূথবদ্ধ আনন্দ উৎসবে মিলিত হতে চাইছি। অবারিত প্রকৃতির মাঝে কাটাতে চাই কবি লেখক ব্লগার বন্ধুদের সঙ্গে একটি দিন। দিনব্যাপী নিরন্তর আড্ডা, উন্মাদনা, শীতের নিসর্গকে উপভোগ করার ইচ্ছেয় নাগরিক কোলাহলকে দূরে সরিয়ে আমরা মিলিত হতে চাই বন্ধুত্বের উচ্ছ্বাসে।

 

বনভোজনের বিস্তারিত দেখে নিন নীচে:

স্থানঃ বলিয়াটি প্যালেস অথবা মুড়াপারা জমিদার বাড়ী (স্বল্পতম সময়ে নিশ্চিত করা হবে কোন স্থানটিতে যাচ্ছি আমরা)
তারিখঃ জানুয়ারি ১৭, শুক্রবার
যাত্রার সময় ও স্থানঃ গ্রীন রোড পান্থপথ চৌরাস্তা। নক্ষত্র কার্যালয়।
   
বনভোজনের চাঁদা প্রদান করতে হবে বিকাশ নাম্বারে; টাকা পাঠিয়ে SMS করে জানিয়ে দেবেন দয়া করা।
বিকাশ একাউন্ট নাম্বার: 01711310476 (এটা এজেন্ট নাম্বার নয় পারসোনাল নাম্বার)
চাঁদার পরিমাণঃ জনপ্রতি ৫০০ টাকা।
শিশু ১২ বছরের উর্দ্ধেঃ ৪০০ টাকা।
 
মুল খাবার মেনুঃ
সাদা পোলাও
চিকেন রোষ্ট
বড় মাছের রেজালা
সবজী
বোরহানি
সালাদ
পানি

নাশতাঃ
সকালে নাশতা দেয়া হবে সবাইকে।  

চাঃ
সকালে বনভোজন স্থলে পৌঁছানোর পর রিফ্রেশিং এক কাপ চা দেয়া হবে সবাইকে।

বৈকালিক নাশতাঃ
ফিরে আসার পথে বিকালে হালকা নাশতা দেয়া হবে।  

আনুসাঙ্গিক তথ্যঃ
* বনভোজনে আপনি সহ আপনার পরিবার বা বন্ধুরা অংশ নিতে পারবে।  
* বেশ কিছু ইভেন্টস আয়োজন করা হবে। থাকবে র‍্যাফল ড্র। পুরস্কার প্রদান করা হবে।
* কেউ ক্রিকেট, ফুটবল খেলতে চাইলে ব্যাট, বল, প্যাড নিয়ে নিতে পারেন।
* নাচ, গান আবৃত্তি করতে চাইলে তার ব্যাবস্থাও থাকবে।
* ১৫ ই জানুয়ারির পর আর কোন নতুন নাম যোগ করা সম্ভব হবে না। তাই তার আগেই আপনার অংশগ্রহন নিশ্চিত করার জন্য অনুরোধ করছি।  
* নক্ষত্র ব্লগের প্রথম বার্ষিক বনভোজন ২০১৪ – উত্সর্গিত করা হয়েছে আমাদের প্রিয় সকল প্রবাসী ব্লগারদের জন্য যারা; দূরে থেকেও থাকেন আমাদের খুব কাছে।

আশা করছি সকলের অংশগ্রহনে দিনটি স্মরনীয় হয়ে থাকবে এবং এই আয়োজনটি একটি সার্বজনীন উৎসবে পরিণত হবে।  
আনন্দে কাটবে সময়। ধন্যবাদ সবাইকে।

 

মুড়াপারা জমিদার বাড়ী

বালিয়াটি প্যালেস

 

এখন পর্যন্ত যারা বনভোজনে অংশ নেবার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন তাদের নামের তালিকা।
পোষ্টে উল্লেখিত বিকাশ নাম্বারে নির্ধারিত হারে চাঁদা প্রদানের পর এই তালিকায় প্রাপ্ত আগ্রহ প্রকাশকারীদের মধ্য থেকে চুড়ান্ত তালিকা করা হবে।
ধন্যবাদ। 


১। হামি্দ
২। ৩। তাহমিদুর রহমান ও তার পরিবার - ২ জন
৪। বৈশাখী ঝড়
৫। গৌতমমূসা মোহাম্মদ কৃষ্ণঈসা
৬। রোদেলা
৭।  লুব্ধক রয়
৮। ৯। ১০। এস এম পাশা ও তার পরিবার - ৩ জন
১১। শহীদুল ইসলাম প্রামানিক
১২। চারু মান্নান
১৩। কামাল উদ্দিন
১৪। মরুভূমির জলদস্যু
১৫। জাকিয়া জেসমিন যূথী
১৬। ১৭। আল ইমরান ও তার পরিবার - ২ জন
১৮। ১৯। ২০। মাঈনউদ্দিন মইনুল ও তার পরিবার - ৩ জন
২১। ২২। ২৩। নীলসাধু ও তার পরিবার - ৩ জন
২৪। মুহম্মদ কামরুল হাসান
২৫। নুসরাত জাহান আজমী
২৬। ভালোবাসার কাঙাল
২৭। মাসুম বাদল
২৮। মোঃ আমিনুল ইসলাম
২৯। মোঃ খালিদ উমর  
৩০ – ৪০। নক্ষত্র ব্লগ কর্তৃপক্ষ পরিবার
৪১। আনমনা
৪২।

২ Likes ৫২ Comments ০ Share ১৭৮৯ Views

Comments (52)

  • - আলমগীর সরকার লিটন

    সুন্দর লাগল

    ২০১৪ শুভ নব বর্ষ

    - তাহমিদুর রহমান

    স্বাগতম নক্ষত্র ব্লগে

    - সুমন আহমেদ

    চমৎকার কিছু শব্দের বুননে কবিতা সুন্দর ...

    ভাল লাগা জানাই।

    শুভ কামনা।

    Load more comments...