Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

Blog Moderator

১০ বছর আগে

নক্ষত্র বার্ষিক বনভোজন ২০১৪!!

শুভেচ্ছা সবার জন্য! আপনারা ইতিমধ্যে ব্লগ কর্তৃপক্ষের নোটিশে অবগত হয়েছেন নক্ষত্র ব্লগের উদ্যোগে জানুয়ারির ২৪ তারিখ শুক্রবার আয়োজিত/অনুষ্ঠিত হচ্ছে বার্ষিক বনভোজন ২০১৪!  

নাগরিক জীবন থেকে একদিনের ছুটি নিয়ে একান্তে কিছুটা সময় কাটাবার উদ্দেশ্যে, সহ ব্লগারদের সঙ্গে পরিচিত হবার একান্ত বাসনায় আমরা যূথবদ্ধ আনন্দ উৎসবে মিলিত হতে চাইছি। দিনব্যাপী নিরন্তর আড্ডা, উন্মাদনা, শীতের নিসর্গকে উপভোগ করার ইচ্ছেয় নাগরিক কোলাহলকে দূরে সরিয়ে আমরা মিলিত হতে চাই বন্ধুত্বের উচ্ছ্বাসে। অবারিত প্রকৃতির মাঝে কাটাতে চাই কবি লেখক ব্লগার বন্ধুদের সঙ্গে একটি দিন।

তারিখ: শুক্রবার, জানুয়ারি ২৪, ২০১৪
স্থান: মুড়া-পারা জমিদার বাড়ী

এসব আনন্দ আয়োজনে যত দ্রুত রওয়ানা দেয়া যায় তত ভালো। কারণ এতে করে গন্তব্য-স্থলে পৌঁছে পর্যাপ্ত সময় হাতে থাকে অন্যান্য সকল ইভেন্ট/আড্ডা/ছবি/খেলাধুলা এবং ঘুরাঘুরির জন্য। তাই যাত্রার সময় এবং বাস ছাড়ার সময় যেভাবে নির্ধারণ করা হয়েছে সেই সময়সীমার মধ্যেই সকলকে উপস্থিত হবার সদয় অনুরোধ জানাই।

রিপোর্টিং স্থান: পান্থপথ সিগনাল, নক্ষত্র কার্যালয়
রিপোর্টিং সময়: সকাল ৭টা
বাস যাত্রা শুরু করবে: সকাল ৭-৩০ মিনিট
পৌছাতে সময় লাগবে: আনুমানিক দু ঘণ্টা


শীতের দিনে সকালে উঠে নাশতা করা ঝক্কির কাজ। তাই আমরা স্পটে পৌঁছে গরম গরম পরোটা লুচি দিয়ে নাশতা পর্ব সম্পন্ন করতে চাই। তারপর শুরু হবে মেগা এই ইভেন্ট। জেনে নিন নাশতা এবং এই সংক্রান্ত তথ্যগুলো।
    
নাশতা: সকাল ০৯-৩০ মিনিটে। স্পটে নাশতা করা হবে।
হালকা নাশতার মেনু:
১) পরোটা বা লুচি
২) ডাল লটপটি

নাশতা পর্বের পর সবাই স্বাধীন। যার যেমন ইচ্ছে সেভাবে সময় কাটাতে পারেন। আড্ডা, ছবি তোলা, ঘুরাঘুরি হতে পারে। সেরে নিতে পারি ২য় দফা পরিচয় পর্ব। আমরা আয়োজন করছি কিছু গেম/ইভেন্ট। আপনি অংশ নিতে পারেন। কি কি আয়োজিত হবে তা দেখে নিন এবং সেভাবে প্রস্তুতি গ্রহণ করুন। আনন্দের কথা হচ্ছে এই ইভেন্ট/গেম শোর জন্য নির্ধারিত রয়েছে পুরস্কার। তবে যার খেলাধুলায় অংশগ্রহণ করবেন না তাদের হতাশ হবার কারণ নেই কারণ না খেলেও আপনি পুরস্কার জিতে নিতে পারেন যদি লটারিতে উঠে আপনার নাম/নাম্বারটি। টোকেন প্রাইজ থাকবে ১০টি যা লটারির মাধ্যমে প্রদান করা হবে।  
   
ইভেন্ট/গেম:
পুরুষ/ছেলেদের জন্য: ফুটবল (৩০ মিনিটের ম্যাচ)
মহিলা/মেয়েদের জন্য: বালিশ খেলা, রুমাল খেলা, চেয়ার খেলা
শিশুদের জন্য: যার যেমন ইচ্ছে। তবে ফুটবল, ব্যাডমিন্টন ক্রিকেট খেলার জায়গা আছে সেখানে।

ঘুরাঘুরি, আড্ডায় আপনি যখন কাহিল হয়ে পড়বেন আশা করছি ততক্ষণে প্রস্তুত হয়ে যাবে খানাদানা। আমরা লাঞ্চ কি করবো তা দেখে নিতে পারেন। কখন করবো সে সময় বলে দেয়া হয়েছে, সঙ্গে দেয়া আছে মেনু। ঝটপট দেখে নিন।

লাঞ্চ: দুপুর ২টায়
মেনু:
সাদা পোলাও
চিকেন রোষ্ট
ভেজিটেবল
মাছের রেজালা
সালাদ
সফট ড্রিংক্স
পানি

দুপুরের খাবার দাবার শেষে শুরু হবে সাংস্কৃতিক আয়োজন। আপনি ইচ্ছে করলে হেরে গলায় একটা গান শোনাতে পারেন। শোনাতে পারেন কোন মজার ঘটনা বা কৌতুক। যারা কবিতা লিখেন তারা ইচ্ছে করলে শোনাতে পারেন নিজের লেখা বা অন্য কোণ কবির লেখা কোন কবিতা।  
 
সাংস্কৃতিক আয়োজন: অংশগ্রহণকারীদের মাঝ থেকে আগ্রহীদের গান, কবিতা আবৃতি, কৌতুক পরিবেশনা নিয়ে এই আয়োজন।

পুরস্কার:
পুরুষ/ছেলেদের বিভাগ: প্রীতি ফুটবল ম্যাচের বিজয়ী দলের ১১জন খেলোয়াড়কে পুরস্কার প্রদান করা হবে
মহিলা/মেয়ে বিভাগ: ৩ টি ভিন্ন ভিন্ন আইটেমে সেরা ৩ জন করে মোট ৯ জনকে পুরস্কার দেয়া হবে।
টোকেন প্রাইজ: ১০টি টোকেন প্রাইজ রয়েছে সকলের জন্য! লটারিতে এর বিজয়ী নির্ধারণ করা হব।

সারাদিনের হুড়োহুড়িতে ক্লান্ত হয়ে গেলে বিশ্রাম নিতে পারেন তাবুতে। আমাদের সঙ্গে থাকবে তাঁবু। থাকবে সাউন্ড সিস্টেম। পুরো ইভেন্ট/আয়োজন সুষ্ঠভাবে সম্পাদনের জন্য সাউন্ড সিস্টেম ব্যাবহার করা হবে। আমরা ফিরে আসার জন্য রওয়ান দেবো ৫টায়। আশ করছি দু ঘণ্টায় ফিরে আসা যাবে এই নগরীতে।  
 
তাঁবু: তাঁবুর-ব্যবস্থা থাকবে। প্রয়োজনে বা আরামের জন্য ব্যবহৃত হতে পারে তা।
সাউন্ড সিস্টেম: পুরো কার্যক্রম পরিচালনায় সাউন্ড সিস্টেম ব্যাবহার করা হবে।
ফেরা: বাস ফিরে আসার জন্য রওয়ানা দেবে বিকাল ৫টায়। ইনশাল্লাহ আমরা ঢাকায় ফেরার সম্ভাব্য সময় সন্ধ্যা ৭টায়।

আপনারা জানেনে নক্ষত্র ব্লগের প্রথম বার্ষিক বনভোজন ২০১৪ – উৎসর্গিত করা হয়েছে আমাদের প্রিয় সকল প্রবাসী ব্লগারদের জন্য যারা দূরে থেকেও আসলে থাকেন আমাদের খুব কাছে। ব্লগের নানা ইভেন্টে দূর দেশে থাকেন বলে শারীরিকভাবে হয়তো অংশ নিতে পারেন না কিন্তু মানসিকভাবে তারা আমাদের সঙ্গেই সেদিন আনন্দ উৎসবে থাকবেন।

উৎসর্গ: নক্ষত্র ব্লগের প্রথম বার্ষিক বনভোজন ২০১৪ – উৎসর্গিত করা হয়েছে আমাদের প্রিয় সকল প্রবাসী ব্লগারদের জন্য।   

সবচেয়ে গুরুত্বপূর্ণ হল এই আয়োজনে সামিল হবার জন্য আপনি কবে কিভাবে টাকা জমা দেবেন সেটা। আসুন জানি সে সব কথা। বিকাশ করে নীচে দেয়া নাম্বারে টাকা পাঠাবেন। তারপরই আপনার যাবার বিষয়টি নিশ্চিত হবে। এবং তা পাঠাতে হবে জানুয়ারির ২১ তারিখের মধ্যে। তারপর আর কাউকে আমাদের সঙ্গে যুক্ত করা সম্ভব হবে না। এটা গুরুত্বপূর্ণ কারণ এই নিশ্চয়তার পরেই আমরা বাসা ভাড়া, খাবারের আয়োজনের সকল কিছু চূড়ান্ত করবো। তাই আশা করি যারা আগ্রহী তারা নির্দিষ্ট সময়সীমার মধ্যেই অংশগ্রহণ নিশ্চিত করবেন এবং বনভোজনের চাঁদা নক্ষত্র কার্যালয়ে জমা দিতে পারেন অথবা বিকাশ একাউন্ট এর মাধ্যমে প্রদান করতে পারেন।  

গুরুত্বপূর্ণ: ২১ ই জানুয়ারির পর আর কোন নতুন নাম যোগ করা সম্ভব হবে না। তাই তার আগেই আপনার অংশগ্রহণ নিশ্চিত করার জন্য অনুরোধ করছি।
বনভোজনের চাঁদা: বনভোজনের চাঁদা প্রদান করতে হবে বিকাশ নাম্বারে; টাকা পাঠিয়ে SMS করে জানিয়ে দেবেন দয়া করা।
বিকাশ নাম্বার: 01711310476 (এটা এজেন্ট নাম্বার নয় পারসোনাল নাম্বার)
চাঁদার পরিমাণ: জনপ্রতি ৫০০ টাকা এবং শিশু ১২ বছরের ঊর্ধ্বে: ৪০০ টাকা।

আশা করছি সকলের অংশগ্রহণে দিনটি স্মরণীয় হয়ে থাকবে এবং এই আয়োজনটি একটি সার্বজনীন উৎসবে পরিণত হবে।
আনন্দে কাটবে সময়। ধন্যবাদ সবাইকে।

০ Likes ৬১ Comments ০ Share ১২৮৪ Views

Comments (61)

  • - মাসুম বাদল

    বেশ ভালো লাগলো 

    - আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম

    সামনে ভালোবাসা দিবস। সেই প্রেক্ষাপটে রেখে পড়লে কবিতাটি যথেষ্ট ভালো হয়েছে। ধন্যবাদ, ভাই আবু সাঈদ চৌধুরী।

    - সকাল রয়

    দীর্ঘয়িত সুন্দরম কাব্য