Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

কালের কলম

১০ বছর আগে

তোমার আগমন !


শ্যামল গাঁয়ের পথ মাড়িয়ে ,
ধল পাহাড়ের বুক চিরিয়ে।
ধবল মেঘের পাখায় উড়ে,
আসবে তুমি ,উজান বেয়ে।

নবীন দিনের সূর্য হয়ে,
উঠবে তুমি, পূব আকাশে।
আসবে তুমি, ঢাক বাজিয়ে,
দিন বদলের খবর নিয়ে। 

বসবে তুমি ,বিভোর হয়ে ।
সত্য কথার নাও সাজিয়ে।
ঝড়বে তুমি, অঝোঁর ধারায়
আষাঢ় মাসের বৃষ্টি হয়ে। 

সাজবে তুমি,আপন মনে 
প্রজাপতির রং মাখিয়ে।
হাঁসবে তুমি,খিলখিলিয়ে 
বন্ধ মনের দুয়ার খুলে।
২১.০১.২০০৭ খৃ.

০ Likes ৪ Comments ০ Share ৪৯৭ Views

Comments (4)

  • - আলমগীর সরকার লিটন

    হ্যা দাদা

    আমি বলি গর্জে উঠুক বাংলাদেশ---------

    • - দেওয়ান কামরুল হাসান রথি

      পুরোপুরি গর্জে উঠেছি আমরা। জয় আমাদেরি হয়েছে।

    - বাংলার পাই বাপা

    আফগানিস্তান দলের কাপ্তান কে বলতে চাই, ভাই সবে তো মাত্র একটা ম্যাচ জিতলেন এতেই এতো গরম হয়ে গেছেন সামনে তো আরো দিন পড়ে আছে তখন কি করবেন। আপনারা কি ভুলে গেছেন কেনিয়ার মতন দল এখন হারিয়ে গেছে। যে দলে ছিল স্টিভ টিকালোর মতো বিশ্ব সেরা ব্যাটসম্যান আরো বেশ কিছু বিশ্বমানের খেলোয়াড়। ইতিহাস এতো তাড়াতাড়ি ভুলতে নেই। ভুলে গেলে নিজেরাই ভবিষ্যৎ এ ইতিহাস হয়ে ক্রিকেট ইতিহাস বইয়ের পাতায় থাকবেন।-----ভালো লাগলো। আমিও চাই বাংলার দামাল ছেলেরা দেখিয়ে দিক তাদের সামর্থ্য। গর্জে উঠুক আর একবার।

    • - দেওয়ান কামরুল হাসান রথি

      বাংলার পাই বাপা। ধন্যবাদ ভাই।

    - চারু মান্নান

    বাহ কবি,,,,,চৈত্র শুভেচ্ছা,,,,,,

    • - দেওয়ান কামরুল হাসান রথি

      চারু ভাই আপনার প্রতি রইলো লাল সালাম।