Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

uddin kamal md

১০ বছর আগে

ঢাকা টু চিটাগাং, ( বনানী, স্টেশন নং - ৩)

রেল লাইন ধরে পায়ে হেটে ঢাকার কমলাপুর স্টেশন থেকে চিটাগাং পর্যন্ত যাওয়ার পরিকল্পনার কথা অনেকেই জানেন । ইতিমধ্যেই আমরা হাটা শেষ করে ফেলেছি,,,,,,,, ঢাকা থেকে চিচাগাং যেতে অনেকগুলো ছোট স্টেশন আছে যেগুলোর নাম এবং সংখ্যা অনেকেই জানেন না, আমি ও জানি না । আমি এক স্টেশন থেকে পরবর্তী স্টেশনের মধ্যবর্তী স্থানগুলোর ছবি দিব এবং প্রতি স্টেশনের জন্য একটা করে পোষ্ট । এতে করে স্টেশনের নাম এবং সংখ্যাটা ও হিসেব হয়ে যাবে ।


আমাদের হাটার ধরণঃ- সারাদিন রিলাক্স মুডে রেল লাইন ধরে হাটব, সন্ধ্যায় গাড়িতে করে বাড়িতে ফিরে আসব । এই সপ্তায় যেখানে আমার হাটা শেষ হবে আগামী সপ্তায় সেখান থেকে হাটা শুরু করবো এবং আবারো সন্ধ্যায় বাড়িতে ফিরে আসব । এভাবেই পর্যায়ক্রমে আমি চিটাগাংএর দিকে অগ্রসর হব এবং যতদিন না আমি চিটাগাং পৌছতে পারি প্রতি সপ্তাহে আমার হাটা চলতেই থাকবে । বিশেষ সমস্যা না হলে কোন সপ্তাহ'ই আমি হাটা বন্ধ করবো না ।

 স্টেশনের অবস্থানঃ এটা বাংলাদেশের রাজধানী ঢাকার ক্যান্টনমেন্ট এলাকার অন্তর্গত একটা স্টেশন।

(২) বনানী ষ্টেশনে পৌছে ক্যামেরায় এই একটা ক্লিকই করেছিলাম মাত্র । আর ক্লিক করতে সাচ্ছন্দ বোধ করিনি, কারণ ওরা সবাই মুখ ঢাকায় ব্যস্ত হয়ে পড়ল । ওখানে প্রচুর সুন্দরী রমনীরা রেল লাইনের পাশেই অবস্থান করছিল, সহ ব্লগার জে,আলম বলল ওরা রাতের প্রজাপতি । আমি অবাক হয়ে দেখলাম, এমন সুন্দরীরা এমন সব কাজে আসছে কেন !

 

(৩) এই পথে শুধুই হেটে চলা.....................

 

(৪) ট্রেন আসে, ট্রেন যায়..............আমরা শুধুই হাটি।

 

(৫/৬) এমনিভাবে চলে আমাদের বিশ্রাম আর খাওয়া...........

 

(৭) বাঁকের পড়ে মহাসড়ক...........

 

(৮/৯) নজরে এলো আরো এক রেল পথ ভ্রমনকারী, রেল লাইন ধরে সদর্পে এগিয়ে চলছে, ক্যামেরাদিয়ে ছবি উঠানোর সময় আবার মাথা ঘুরিয়ে ভিবিন্নভাবে পোজ ও দিল । জানিনা উনি কতক্ষণ বেঁচে ছিলেন ।

 

(১০)  মহাসড়ক আর রেল লাইনের মিলনস্থল।

 

(১১)এক সময় পৌছে গেলাম ক্যান্টনমেন্ট ষ্টেশনে ।

 

পরবর্তি পর্ব হবেঃ ঢাকা টু চিটাগাং, (ক্যান্টনমেন্ট , স্টেশন নং -৪) 

আগের পর্বঃ  

ঢাকা টু চিটাগাং, ( কমলাপুর, স্টেশন নং - ১)

ঢাকা টু চিটাগাং, (তেজগাঁও, স্টেশন নং - ২)

 

 

০ Likes ৪৪ Comments ০ Share ১০২৩ Views

Comments (44)

  • - আলমগীর সরকার লিটন

    সুন্দর ভাবনা

    ২০১৪ নববর্ষের শুভেচ্ছা জানাই---দাদা

    • - আল ইমরান

      ধন্যবাদ। আপ্নাকেও জানাই নতুন বছরের শুভেচ্ছা। 

    - তাহমিদুর রহমান

    কামাল ভাই লিখছে "নতুন সূর্য" আর আপনি লিখছেন "নতুন দিনের সূর্য"। নতুন বছর শুভ হোক।

    • - আল ইমরান

      খিতা কইতাম রে বা। খাখতালিয় কুস্তা হইতায়। ভুলি যাউক্কা। 

    • Load more relies...
    - মাসুম বাদল

    নতুন বছরের শুভেচ্ছা... 

    • - আল ইমরান

      আপ্নাকেও শুভেচ্ছা। 

    Load more comments...