Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

uddin kamal md

১০ বছর আগে

ঢাকা টু চিটাগাং, ( কমলাপুর, স্টেশন নং - ১)

রেল লাইন ধরে পায়ে হেটে ঢাকার কমলাপুর ষ্টেশন থেকে চিটাগাং পর্যন্ত যাওয়ার পরিকল্পনার কথা অনেকেই জানেন । ইতিমধ্যেই আমরা হাটা শুরু করে দিয়েছি,,,,,,,, মাঝখানে অনেকদিন বন্ধের পর আবারো শুরু করলাম । ঢাকা থেকে চিচাগাং যেতে অনেকগুলো ছোট ষ্টেশন আছে যেগুলোর নাম এবং সংখ্যা অনেকেই জানেন না, আমি ও জানি না । আমি এক ষ্টেষণ থেকে পরবর্তী ষ্টেশনের মধ্যবর্তী স্থানগুলোর ছবি দিব এবং প্রতি ষ্টেষণের জন্য একটা করে পোষ্ট । এতে করে ষ্টেষণের নাম এবং সংখ্যাটা ও হিসেব হয়ে যাবে ।


আমাদের হাটার ধরণঃ- সারাদিন রিলাক্স মুডে রেল লাইন ধরে হাটব, সন্ধ্যায় গাড়িতে করে বাড়িতে ফিরে আসব । এই সপ্তায় যেখানে আমার হাটা শেষ হবে আগামী সপ্তায় সেখান থেকে হাটা শুরু করবো এবং আবারো সন্ধ্যায় বাড়িতে ফিরে আসব । এভাবেই পর্যায়ক্রমে আমি চিটাগাংএর দিকে অগ্রসর হব এবং যতদিন না আমি চিটাগাং পৌছতে পারি প্রতি সপ্তাহে আমার হাটা চলতেই থাকবে । বিশেষ সমস্যা না হলে কোন সপ্তাহ'ই আমি হাটা বন্ধ করবো না ।

ষ্টেশনের অবস্থানঃ এটাই রাজধনী ঢাকার প্রধান স্টেশন । 

(২) কমলাপুর যাওয়ার পথে বাসের সর্বশেষ সিটে বসেও তিন পথচারীর মুখে অমলিন হাসি ।

 

(৩/৪)কমলাপুর রেল ষ্টেশনে ঢুকার পরই যারা আমাদের অভিনন্দন জানালো 

 

(৫) একজন সূখী মানুষ  

 

(৬/৭)ফাঁকা প্লাটফর্ম

 

(৮)কমলাপুরের কমলারাণী

 

(৯) আমাদের হাটার পথে প্রথম ট্রেন 

 

(১০/১১) খিলগাঁও ফ্লাইওভার পার হওয়ার পরই রেল লাইনের ওপর ঝুকিপূর্ণ বিশাল কাচা বাজার ।

 

১২) কাঁচা বাজারের তিন শিশু কর্মী ক্যামেরায় এভাবেই পোজ দেয় 

 

(১৩) কিছু না খেয়ে আর কত হাটা যায় ?

 

(১৪/১৫)এফডিসি সংলগ্ন কাওরান বাজারের বিশাল বস্তি, এমন গিঞ্জি বস্তি দেখা এটাই আমার প্রথম । আরেকটা ব্যাপার বিশেষভাবে লক্ষনীয়, এখানে মাদক অতি সুলভ । আমাদের সামনে ওরা গাজা ও অন্যান্য মাদকদ্রব্য নিয়ে ওপেন বসে থাকল, কেওবা ডাকাডাকি করল ওদের কাছ থেকে কেনার জন্য । আবার একজনের হাতে ক্যামেরা দেখে একে অপরকে সতর্ক করাটাও চোখে পড়ল । মনে হল এ যেন মাদকের হাট ।

 

(১৬) ওদের রান্না-বান্না চলছে বলা চলে চলন্ত ট্রেনের নীচেই

 

(১৭) একটু গলা ভেজানো দরকার

 

(১৮)অতঃপর পৌছলাম তেজগাঁও ষ্টেশনে । 

 

পরবর্তি পর্ব হবেঃ ঢাকা টু চিটাগাং, (তেজগাঁও, স্টেশন নং - ২) 

 

অন্য ব্লগে ঢাকা টু চিটাগাং এর সিরিয়াল শেষ করে ঢাকা টু সিলেট পর্ব শুরু করেছি, এখানে যেহেতু আমি নতুন, তাই প্রথম থেকেই শুরু করলাম।

 

 

 

 

 

০ Likes ২৮ Comments ০ Share ৮৭৬ Views

Comments (28)

  • - sheikh akm jakaria

    অভুক্ত হৃদয় ছুঁয়েছিল একমুঠো আকাশ ;
    একটু জল দেবে বলে
    তৃষ্ণার্ত প্রতীক্ষা বয়ে চলে অবিরাম । বেশ ভাল লিখেছেন........

    • - রোদেলা

      ধন্যবাদ।

    - রুদ্র আমিন

    দুফোঁটা নয় ,একফোঁটাও নয় ;
    আধফোঁটা জলও যদি পাই 
    তবে ধন্য এই ভবঘুরে জীবন 

    ভাল লাগল কথা গুলো।

    • - রোদেলা

      না পাইতে পাইতে চাওয়ার মাত্রা কমায় দিছি,এই আর কি...ধন্যবাদ।

    - গৌতমমূসা মোহাম্মদ কৃষ্ণঈসা

    নিরুত্তাপ হাসিতে কেবল তোমার -আমার অনর্থক আলিঙ্গন 

    খুব ভাল লিখেছেন।

    শুভকামনা

    • - রোদেলা

      অনেক ধন্যবাদ।

    Load more comments...