Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

uddin kamal md

১০ বছর আগে

গন্তব্য, লালা খাল..............

 

পিপারস্ নামক একটা চাইনিজ রেষ্টুরেন্ট দিয়েছে আমার সিলেটের এক বন্ধু, ওর রেষ্টুরেন্টে খানা খাওয়ার জন্য বেশ কয়েকদিন যাবৎ সে তাগাদা দিচ্ছিল । শেষ পর্যন্ত ১১/১০/২০১২ তারিখে রওয়ানা হলাম সিলেটের উদ্দেশ্যে.......পিপারস্ এ খাওয়া আর সিলেট ঘুরে দেখা দু,টি এক সাথেই হবে । খাওয়া-দাওয়ার পর জাফলং যাওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত সিলেটের বন্ধুর কথায় চলে গেলাম লালা খাল । সময় স্বল্পতায় খুব ভালোভাবে লালা খাল দেখা হয়নি আর আলোক স্বল্পতায় উঠানো হয়নি ভালো ছবি । তবু যেটুকু উঠাইতে পেরেছিলাম তারই কয়েকটি ছবি দিয়ে এই পোষ্টখানাকে সাজাইলাম ।

লালা খাল নাম করনের কারণ জানি না, হতে পারে হতে পারে খালের দুই পাড়ের লাল বেলে মাটির কারণে, আর এর সবুজ পানির জন্য সবুজ খাল নাম দিলেও সঠিক নাম করণ হয়েছে বলেই বলা চলতো ।তবে শীত কালে এই খালের পানি পুরোপুরি পেষ্ট কালার ধারণ করে ।



এখানে রয়েছে একটা চা বাগান, সম্ভবত চা বাগানের কর্মদের কারণেই এখানে অনেকটা মানব সমাগম ।


পারাপার........



আকাশে মেঘ, নীচে টলটলে সবুজ স্বচ্ছ পানি আর সবুজ পাহাড়ের মিতালী আপনাকে নিয়ে যাবে স্বপ্নের কোন দেশে.........



লালা খালের জেলে.....


পারাপারের অপেক্ষায়.......


ক্ষুদে মাঝি........



বাঁশের ভেলা........


পানি তো নয় যেন, সবুজ অন্য কোন তরল


এমন ছবি আর উঠানো যাবে না, সূর্যটা হঠাৎই ডুবে গেল মেঘালয়ের পাহাড়ের আড়ালে, অবশ্য সূর্য্যটা মেঘের সাথে আগে থেকেই লুকোচুরি খেলায় মত্ত থাকায় এমনিতেই ভাল আলো পাচ্ছিলাম না ।


আমার বন্ধুরা ।


সব শেষে লালা খালের মাঝি আমি নিজে 

০ Likes ১৯ Comments ০ Share ১৪২৭ Views

Comments (19)

  • - জাকিয়া জেসমিন যূথী

    সুন্দর উদ্দ্যোগ!!! প্রথমেই নক্ষত্রের আয়োজনকে সাধুবাদ। 

    এবং পরেই, সকল বিজয়ীকে বিজয়ের অভিনন্দন। 

    - আখতারুজ্জামান সোহাগ

    অভিনন্দন বিজয়ীদেরকে। শুভেচ্ছা সকল অংশগ্রহণকারীদের জন্য। শুভকামনা নক্ষত্র’র জন্য।

    - জাহাঙ্গীর আলম

     

    অভিনন্দন ও শুভেচ্ছা বিজয়ীদেরকে

    Load more comments...