Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

নাহিদ ইসলাম

৯ বছর আগে

কম্পিউটারের গতি বাড়ানোর জন্য কিছু কাজ করতে পারেন নিয়মিত

১> GO “ RUN “ – tree লিখে এন্টার করুন।
২> GO “ RUN “ – prefetch লিখে এন্টার করুন।( একটা নতুন উইন্ডো আসবে সব ফোল্ডার এবং ফাইল ডিলিট করুন।
৩> GO “ RUN “ – temp লিখে এন্টার করুন। এখন টেম্পোরারী ফাইল গুলো ডিলিট করুন।
৪> GO “ RUN “ – %temp% লিখে এন্টার করুন। এখন টেম্পোরারী ফাইল গুলো ডিলিট করুন।

প্রতিটা ড্রাইভের উপর মাউসের রাইট বাটুন ক্লিক করুন তারপুর প্রপারট্রিজ এ ক্লিক করুন ডিস্ক ক্লিনআপ এ ক্লিক করুন। আশা করি আপনার কম্পিটার এ অনেক গতি বেড়ে যাবে। পুরাতন কম্পিউটার এর জন্য বেশী কার্যকরী।

[সাধারণ ব্যবহারকারীর জন্য এগুলোর কোন সাইড এফক্টনাই । শুধু অপ্রয়োজনীয় ফাইল মুছে ফেলা]

>>>>>>>>>>>>>>>>>>>>>ধন্যবাদসবাইকে<<<<<<<<<<<<<<<<<<<<<<

১ Likes ২ Comments ০ Share ৩৯৩ Views

Comments (2)

  • - ছড়াবাজ

    আশায় আশায় থাকলে বসে,
    হচ্ছে নাতো কিছু,
    দাঁড়াও খাড়া শিরদাঁড়াতে,
    নয়তো বসে নিচু।