Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

uddin kamal md

৯ বছর আগে

একুশের রং




একুশ এলে
বেহুশ মেলে
বাংলা ভাষার তরে,
একুশ গেলে
সকল ভুলে
সবাই ফেরে ঘরে ।

একুশ মেলায়
ভাষার খেলায়
রসনা হয় ভোতা,
লোকের ভীরে
শোকের নীরে
ভাসেন হাজার শ্রোতা ।

একুশ এলে
হট্ট গোলে
প্রেমিক সাজেন সবে,
ভাষার তরে
জীবন টারে
বিলিয়ে দেবে ভবে ।

একুশ প্রেমে
গোসল ঘেমে
সবাই ভিজে চুবচুবে,
একুশ শেষে
আসল বেশে
বাংলাভাষী চুপ সবে ।

একুশ গেলে
মুছে ফেলে
বাংলা ভাষার রং,
নকল প্রেমে
জবর জমে
একুশের রং ঢং ।















০ Likes ৪ Comments ০ Share ৪১৮ Views