Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

হৃদয় শেখ

৯ বছর আগে

এক নজরে সাকিব আল হাসান এর অপরাধ সমূহ, না পড়লে মিস করবেন

বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসে এর আগে এ রকম কাউকে পাওয়া যায়নি। সাকিব গড়েছে নতুন রেকর্ড। 

 

১. কোচ এর সাথে অসদাচরণ.... 

২. খেলা চলাকালীন গ্র্যান্ডস্ট্যান্ড এ গিয়ে বিবিকে উত্যক্তকারীকে পিটানো... 

৩. শ্রীলংকা বাংলাদেশে অবস্থানকালীন সময়ে ধারাভাস্যকার কে অশ্লীল অঙ্গভঙ্গি প্রদর্শন  

৪. আই.পি.এল. এ কাড়ি কাড়ি রুপী কামানো 

৫. অনাপত্তি না নিয়ে সি.পি.এল. এর খেলার ধান্দা বের করা... 

৬. প্রসাধন সামগ্রীর মডেল হওয়া ও জনৈকা প্রসাধন সামগ্রীকে বিবাহ করে অ খেলোয়রি আচরণ বৃদ্ধিপ্রাপ্তকরণ.... 

৭. পাপন সাহেব এর ভাষায় "বর্ণনাতীত অমানবিক অপরাধ" সংগঠন ( যা শুনলে আপনার গায়ের চামড়া দাড়িয়ে যাবেই..) 

৮. কম বয়সে এত মাল কামানো একমাত্র বাংলাদেশী ক্রিকেটার... 

৯. ‘তার (সাকিব) বিরুদ্ধে অভিযোগের তালিকা বেশ লম্বা। 

বোর্ড মনে করে তার বিরাট আচরণগত সমস্যা আছে। বোর্ড সভায় যাঁরা ছিলেন তাঁরা বলেছেন, বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসে এর আগে এ রকম কাউকে পাওয়া যায়নি। 

 

সাকিবের শাস্তি সমূহঃ

 

১. আগামী ছয় মাসের জন্য ঘরোয়া ও আন্তর্জাতিক সব ধরনের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট থেকে বহিষ্কার.... 

২. ২০১৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের বাইরের কোনো লিগে খেলার জন্য অনাপত্তি-পত্র ..... 

৩. বাতিল হয়েছে ইতিমধ্যে দেওয়া সব অনাপত্তিপত্র। 

এ ছাড়া ভবিষ্যতে আবারও একই রকম শৃঙ্খলাভঙ্গ করলে আজীবন বহিষ্কার করা হতে পারে...শাস্তির সময়ে অবশ্য বিসিবির সব অনুশীলন-সুবিধা ভোগ করতে পারবেন... (শান্তনা পুরষ্কার আর কি) 

 

আমজনগনের পর্যবেক্ষণঃ 

 

১. আই.পি. এল. এ চ্যাম্পিয়ন হবার পর জনাব পাপন এন্ড কোংদের পার্টি প্রদানে কৃপনতা.... 

২. তেল একটি সার্বজনীন ওষুদ তা বুঝতে সাকিব এর অক্ষমতা... 

৩. অহেতুক সেল্ফি, কলাম রাইটিং, বিজ্ঞাপনচিত্র ও মালকামানোমূলক জিনিস থেকে নিজেকে বিরত রাখতে ব্যর্থ হওয়া... 

৪. সাম্প্রতিককালে বাংলাদেশ ক্রিকেট এর পারফরমেন্স এর ভয়াবহ অধোগতি, যার জন্য একটি পাঠা খোঁজা ও বলিদান করা অবশ্যম্ভাবী হয়ে দাড়িয়েছিল...... 

 

আমজনগনের অনুধাবনঃ 

 

**আমরা প্রতিভা নষ্ট করতে সিদ্ধহস্ত, তোষামোদী কালচার এ অভ্ভস্ত, পরশ্রীকাতর ও লুটেরা মনোবৃত্তির একদল দুর্বৃত্তকে দেখতে পাচ্ছি বাংলাদেশ ক্রিকেট বোর্ড এর প্রশাসক হিসেবে** 

২ Likes ০ Comments ০ Share ৬৬৩ Views

Comments (0)

  • - এই মেঘ এই রোদ্দুর

    দারুন দারুন

    - নুসরাত জাহান আজমী

    emoticonsemoticons

    - মেঘ আবির

    emoticons

    Load more comments...