Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

মাসুম বাদল

৯ বছর আগে

এই জীবন শিল্পিত নয় (আবৃত্তি পোস্ট)

শুনতে হলে ক্লিক করুনঃ
https://www.youtube.com/watch?v=BsIYLwRFK_8


১.
হায়রে
নগরায়ন
আর
শিল্পায়ন!

নগর-কেন্দ্রীক যান্ত্রিক
এই জীবন শিল্পিত নয়।

২.
আমার নগর
তোমার নগর
ভিন্ন।

ভিন্ন পেশা
ভিন্ন আবাস
এক সুতোর টানে
তারহীন
যান্ত্রিক ভালবাসা-বাসি-
গন্ধহীন ভার্চুয়াল পুস্পের হাসি
স্পন্দনহীন লাল হৃদয় আর-
চুমুটাও ভার্চুয়াল
বাকিটা ভার্চুয়াল অসম্ভব বলে
স্ব-মেহনের হাতছানি...

৩.
কত্তোদিন
তোমার ভেজা গালে
ছোঁয়াইনি গাল
ভেজা ঠোঁটে বহুদিন রাখিনি ঠোঁট
ভাসিনি কতোদিন তোমার নরম জলে
তোমার বুকের বারান্দায়
ঘুমাইনি ক্লান্ত ঘুম
সন্তানের শান্ত ডাকে
কতোদিন উঠিনি আমি জেগে...

১ Likes ১২ Comments ০ Share ৩৮৫ Views