Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

ইহা একটি অরাজনৈতিক এবং অসামাজিক নীতিহীন উল্টো ইস্টাটাস

 

ইদানীং কেমন জানি কেউ নীতির কথা শুনতে চায় তাই চিন্তা করলাম নীতিহীন কথায় বলি যাই হোক মূল ধারায় আসি (বিকল্পধারা নই)। আপনার হয়ত সবাই অবগতি আছেন জনগণের ব্যাপক বিচ্ছিন্ন উপস্থিতিতে আমরা প্রধান মন্ত্রীসহ প্রায় ১৫৪ জন এম পি কোন ধরণের প্রসব বেদনা ছাড়া ডেলিভারি দিয়ে দিছি ।  এই দিকে নির্বাচন কমিশনার মহা খুশীতে পাঁচই জানুয়ারি থেকে যে আনলিমিটেড ঘুম দেওয়ার কথা ছিল তা সেরে ফেলেছেন । নির্বাচন কমিশনার এবং সরকারকে দেশের  ভাল নাফিত (সুশীল)সমাজ গণ ব্যাপক হর্ষ ধ্বনি দিচ্ছে । এদিকে একটি বিশেষ সুত্রে খবর পেলাম ওবায়দুল কাদেরের ভাষ্য মতে নির্বাচন কমিশনার একাদশ সংসদ নির্বাচনের প্রস্তুতিও নিয়ে রেখেছেন । যাই হোক আমার ব্যাক্তিগত কিছু কথা বলি গতকাল ভাষা থেকে বের হওয়ার সময় কাজের বুয়াকে বললাম আমি আজ আসার সময় চাঁদের হাঁট থেকে সুরমা মাছ নিয়ে আসব তুমি চাইলে আমার জন্য রান্না করতে পার আমি কিন্তু খাব না । বুয়া  বলল “আপনি না খাইলে মুই রান্না করুম কেল্লাই” আমি রেগে গিয়ে বললাম তুমি রান্না করবা না কেন? তখন বুয়া  বলল “মুই কখন কইলাম রান্না করুম না আমি কইছি আপনার মিল বন্ধ রাখুম” আমি অনেকটা এরশাদের মত বললাম আমি খাবনা বলছি কিন্তু মিল অফ করতে বলিনাই(আমি আত্মহত্যা করব বলছি মারা যাব বলি নাই)। যাই হোক অফিসে আসার সময় হেঁটে আসতে ইচ্ছে হচ্ছিলনা তাই চিন্তা করলাম একটা দৌড় দিই । দিলাম একটা ভৌ দৌড় । পিছনে ফিরে দেখি আরও কয়েকজন দৌড়াচ্ছে । কিরে শ্যালার আমি আবার নেতা হলাম কবে লোকজন আমাকে অনুসরণ করে তাও আবার  দৌড়া দৌড়ীতে । একটু খেয়াল করে দেখলাম পিছনে দু চারটা গাড়ি সাইজ করা হইছে । পুলিশ পিকেটারকে দৌড়াচ্ছে পিকেটার নিজ দায়িত্বে দৌড়ছে । অফিসের কাছে গিয়ে ফুতফাতের একটি দোকানে বসে চা পান করলাম । ঘাড় ঘুরাইতে দেখি অফিসের এক কলিগ বিলটা দিয়ে চলে গেল  অনেক জোর করে ছিলাম না দেওয়ার জন্য ।তারপরও জোর করে দিয়ে গেল অনেকটা এরশাদের মত জোর করে এম পি বানানো ।

 

বিঃদ্রঃ হাসি পাইলে নিজস্ব ঝুঁকি নিয়ে হাসবেন । প্রয়োজনে বার্থ রুমে গিয়ে হেসে আসবেন  আপনার হাসিতে যদি প্রতিবেশী কেউ হার্ট ফেল করে এর দায়িত্ব বারডেম হাসপাতাল নিবে না । 

০ Likes ৪ Comments ০ Share ৫১৭ Views

Comments (4)

  • - নীল সাধু

    আর কতটুক রক্ত দিলে
    গণতন্ত্র আসবে
    আর কতটুক রক্ত দিলে
    প্রাণ খুলে সব হাসবে।

    আর কতটুক রক্ত দিলে
    হবে দেশের সুখ
    আর কতটুক রক্ত দিলে
    কাঁপবে না আর বুক

     

    পুরো লেখাটি অসাধারণ হয়েছে প্রামানিক ভাই

    - শহীদুল ইসলাম প্রামানিক

    ধন্যবাদ নীল সাধু ভাই। অনেক অনেক শুভেচ্ছা রইল

    - সুমন আহমেদ

    এ প্রশ্নের উত্তর হয়তো আমাদের কারও জানা নেই! আর কত রক্তের প্রয়োজন আমরা কেউ জানি না।

    শুভেচ্ছা।

    • - শহীদুল ইসলাম প্রামানিক

      কথা ঠিকই বলেছেন। আর কত রক্তের প্রয়োজন তা আমাদের জানা নাই।

    Load more comments...