Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

আসুন আমাদের পদক্ষেপ ঠিক করি (ব্লগারদের অভিমত চাই)

সাংবিধানিক গণতন্ত্রের তেতাল্লিশ বছর পার করলেও প্রতিটি নির্বাচনের আগে অবরোধ , হরতাল আর জনসাধারণের জান মালের অনিশ্চয়তা । আমরা কেমন জানি বিদেশ নির্ভর জাতি হিসাবে বিশ্ব মানচিত্রে অবাধ বিচারণের শাস্তি ভোগ করি। দেশের গণতন্ত্র , দেশ ও মানুষের নিরাপত্তা , একটি স্বনির্ভর জাতি, এবং দলকানা রাজনীতি থেকে দেশকে উদ্ধারের জন্য ব্লগারদের (ভার্চুয়াল বুদ্ধিজীবী) মন্তব্য ও পরামর্শ আশা করছি। আশা করি আপনারা নিজ নিজ নাগরিক দায়িত্ববোধ থেকে মতামত ব্যাক্ত করবেন । এই দেশ আমার আপনার সবার। আপনাদের বক্তব্য আগামী বুধবার "ভার্চুয়াল বুদ্ধিজীবীদের রাষ্ট্র ভাবনা " নামে ব্লগে এবং একটি অনলাইন নিউজপেপারে প্রকাশিত হবে। আশা করি আপনারা সবাই অংশগ্রহণ করবেন । 

 

 

 

 

০ Likes ১০ Comments ০ Share ৩৯১ Views

Comments (10)

  • - মাসুম বাদল

    তুমি দেখেও না দেখার ভান করে শূণ্যে ধোঁয়া ছাড়ো ,

    আসক্ত চোখ আক্রমণ করতে চায় তোমার নির্লিপ্ত চাহনী।

    বার বার বলতে ইচ্ছে করে--তোমার চোখে স্নান করতে চাই।

    সন্ধ্যের শেষ আলোটুকু ক্রমশ বিলীন হতে থাকে মেঘের অন্ধকারে ;

    অবশেষে সম্বিত ফিরে পেলে যেন ,

    গালের কাছে এলোমেলো চুল সরিয়ে বললে--

    "চলো ,আজ গা ভেজাবো সমুদ্র জলে।" 

     

    কবিতায় ভাললাগা... 

    • - রোদেলা

      ধন্যবাদ আপনাকে।

    - সুমন আহমেদ

    অদৃশ্য বাতাস এসে সহসা ভিজিয়ে দেয় উম্মুক্ত ললাট ;

    আচমকা বুকের অবাধ্য আঁচল পড়তে চায় কংক্রীটের শ্যাওলা জড়ানো পাথরে ।

    ...

    বার বার বলতে ইচ্ছে করে--তোমার চোখে স্নান করতে চাই।

    শব্দ চয়ন এবং কিছু উপমার ব্যবহার খুব ভাল লেগেছে। কবিতায় ভাল লাগা। শুভকামনা।

     

    - রোদেলা

    অনেক ধন্যবাদ

    Load more comments...