Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

লিও এ. কোড়াইয়া

৯ বছর আগে

আমি নিজেকে যা ইচ্ছে তাই বলবো, কিন্তু অন্যের মুখ থেকে সেটা শুনলে অবশ্যই মাইন্ড করবো

বিঃদ্রঃ নিম্নে বর্ণিত ঘটনাগুলো কাল্পনিক, জীবিত বা মৃত কারও সাথে মিলে গেলে লেখক দায়ী নয়!

ঘটনা ০১:
আমি একটি মেয়েকে ফোন করেছি, কোন একটি প্রোগ্রামে তার সাথে পরিচয়। ফোন করে প্রথমে নিজের পরিচয় দিচ্ছি,
- হ্যালো... অামি ‘অমুক’, আমাকে চিনতে পেরেছেন? আপনার সাথে ‘তমুক’ প্রোগ্রামে পরিচয় হয়েছিল? 
- সরি, ঠিক চিনতে পারছি না! 
- আরেহ, চিনতে পারছেন না? ঐ যে, কালো, লম্বু, হ্যাংলা মতন দেখতে, মুখে ব্রোনের দাগ আছে ! 
- ওহহহ.... আপনি, সরি, এইবার চিনতে পেরেছি! আপনার নামটা ভুলে গিয়েছিলাম, ভালো আছেন ভাইয়া?

ঘটনা ০২:
কোন একটি মেয়ে আমাকে ফোন করেছে অফিসের টি এন টি নম্বারে। 
- হ্যালো, ভাইয়া, আমি আসলে আপনাদের এখানকার এক ভাইয়ার সাথে কথা বলতে চাচ্ছি, ওনার নামটা ভুলে গিয়েছি। 
- ওনার চেহারার বিবরণ দিতে পারলে আমার জন্য তাকে খুঁজতে সুবিধা হত আপু!
- আসলে উনি দেখতে কালো, লম্বা আর একটু হ্যাংলা মতন, মুখে হালকা ব্রোনের দাগ আছে! 
- হ্যালো, হ্যালো.... সরি, নেটওয়ার্কের সমস্যা, আপনার কথা শুনতে পাচ্ছি না! 
- উনি একটু কালো, লম্বা আর একটু হ্যাংলা মতন দেখতে! 
- সরি আপু, এই রকম কেউ আমাদের এখানে কাজ করে না, আপনি আরেকটু ডিটেইলস বললে হয়তো চিনতে পারতাম!
- আসলে উনি খুব সুন্দর করে কথা বলেন, হাসিটা অনেক সুন্দর, দাঁতগুলো অনেক চকচকে, সানগ্লাস না পরে সেখানে তাকানো যায় না, চুলগুলো সিল্কি এবং গায়ের রং ততটা কালো নয় যতটা আমার দেখে মনে হয়েছিল! 
-ওহহ.... হা... এইবার চিনতে পেরেছি! পরে যেগুলো বলেছেন সেটা আগে বললে তো আমি প্রথমেই চিনতে পারতাম!

মোরাল অব দ্যা স্টোরিঃ আমি নিজেকে যা ইচ্ছে তাই বলবো, কিন্তু অন্যের মুখ থেকে সেটা শুনলে অবশ্যই মাইন্ড করবো!

০ Likes ০ Comments ০ Share ৪১১ Views

Comments (0)

  • - তাহমিদুর রহমান

    সবাই সব ভুলে; আমিও ভুলেছি সুর, ছন্দ, কবিতা

    • - এই মেঘ এই রোদ্দুর

      হুম

       

      ধন্যবাদ

    - সাইফুল ইসলাম

    সুর ছন্দ কবিতা ভুলে গেছেন??? 

    • - এই মেঘ এই রোদ্দুর

      থ্যাংকু

    - আলমগীর সরকার লিটন

    খুব সুন্দর লাগল কবিতা

    • - এই মেঘ এই রোদ্দুর

      ধন্যবাদ অনেক অনেক