Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

মাসুম বাদল

৯ বছর আগে

(আবৃত্তি পোস্ট): "মুখর আলাপনের সেই সন্ধ্যেটা”

জাকিয়া জেসমিন যূথী-র কবিতা

"মুখর আলাপনের সেই সন্ধ্যেটা”

শুনতে হলে ক্লিক করুনঃ
https://www.youtube.com/watch?v=FrsIchRzEAU 





আজকের সন্ধ্যাটা বিশেষ ছিলো...
সুদর্শন আর সুদর্শনার আড্ডা,
কাব্য, গল্প, গানের মুর্ছনা
গিটারের সুর, ব্যান্ড বাদ্য,
মনের সেতারে বাজছে সুর
ঘড়ির কাঁটা ঘুরছে বেশ
সেদিকে নেই তাল, আড্ডার দুজনার!

দোকানের শাটার নামবে তখনি
যে যে ভেতরে সব বেরুবে এখনি
‘চলো উঠি, আজ বোধহয় রেকর্ড হবে!’
হয়তো নয়, সত্যি সব, ফাঁকা পুরো মাঠ
পুরো প্রাঙ্গণ নির্জন! ভিড় নেই, নেই কোলাহল!
বইপ্রেমীরা আজ সব দোর দিয়েছে ঘরে
‘ত্বরা করে চলো, এই বৃষ্টি নামলো বলে!’

আড্ডাবাজের কথা কি থেমে থাকে?
সুযোগ পেলেই ফের ঝাপিয়ে পড়ে;
দু’কদম এগুতেই ফের পরিচিতের দেখা
মিনিট পাঁচেকেই আড্ডাটা জমে যায় বেশ!
আকাশে ওদিকে ডাকছে মেঘ, গাল ফুলিয়ে
নামতে চাইছে সে অঝরে ঝরাবে চারিধার
এইবার বেড়ে যায় গতি, ফিরতে হবে ঘরে
বৃষ্টিতে ভিজে যাবার আগেই, ‘ফিরে চলো ত্বরা করে’
এ রিকশা, ও রিকশা- ‘যাবে ভাই, যাবে?’
যেতে চাইছে না কেউ এই নিঝুম প্রহরে!
অবশেষে... মিলে যায় এক রিকশা যান
কপোত-কপোতী দুজনায় উঠে বসে পাশাপাশি;
পুনরায় শুরু কাব্য-গানের মুখর আলাপন!

বসন্তের বৃষ্টিতে কনকনে কাক ভেজা ঠান্ডা
কাঁপন ধরায় এই বেলা, ফেরার পথ যখন হয়েছে আলাদা!
তবু এক রাশ অন্যরকম সুরের মুর্ছনায়
সন্ধ্যের আবহটা ঘিরে রাখে মাঘের শালের উষ্ণতায়।

জাকিয়া জেসমিন যূথী
১৫::০২::১8

২ Likes ৩ Comments ০ Share ৪৩১ Views

Comments (3)

  • - মোকসেদুল ইসলাম

    প্রিয় মানুষের আহ্বানে সব কিছুই সুন্দর হয়ে ওঠে। 

     

    ভাল লাগল কবিতা

    • - মেঘলা আনজুম

      মিষ্টি কবিতা।

    • Load more relies...
    - রোদেলা

    অনেক ধন্যবাদ আপনাকে।

    - লুৎফুর রহমান পাশা

    আহারে ..........।

    দারুন কবি দারুন

    • - রোদেলা

      আহারে .।

       

    Load more comments...