Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

Blog Moderator

১০ বছর আগে

:: এক্সক্লুসিভ ব্লগার সাক্ষাতকার আয়োজন :: কামাল উদ্দিন

শুভেচ্ছা সুপ্রিয় ব্লগারবৃন্দ,

নক্ষত্র ব্লগ আন্তরিকভাবে বিশ্বাস করে পারস্পারিক সম্মান শ্রদ্ধা ভালোবাসাকে সাথে নিয়ে সহ ব্লগার/লেখকদের পাশে নিয়ে পথ চলায় রয়েছে অনাবিল আনন্দ। আমরা সে পথে হেটে যেতে চাই! ব্লগারদের মাঝে পারস্পরিক বন্ধন দৃঢ় এবং নিজেদের মধ্যে আন্তরিকতাপূর্ণ সম্পর্ককে সামাজিক জীবনে প্রতিফলিত করার ইচ্ছেয় সহব্লগারদের আরও বেশী করে জানার উদ্দেশ্যকে সামনে রেখে নক্ষত্র ব্লগে শুরু হয়েছে একটি নতুন আয়োজন। :: এক্সক্লুসিভ ব্লগার সাক্ষাতকার আয়োজন ::

এই আয়োজনে পাক্ষিক-ভাবে একজন সম্মানিত গুণী ব্লগার লেখকের সাক্ষাতকার নেয়া হবে। এবং তা সবার জন্য প্রকাশ করা হবে।
আয়োজনে আপনিও অংশ নিতে পারেন; রবিবারে পরবর্তী অতিথির নাম জানিয়ে পোষ্ট দেয়া হয় আপনি অতিথিকে আপনার প্রশ্নটি করতে পারেন অথবা ব্লগ কর্তৃপক্ষ বরাবর ইমেইল করতে পারেন। ইমেইল ঠিকানা editor@nokkhotro.com নক্ষত্র ব্লগ ইমেইল প্রাপ্তি সাপেক্ষে অতিথিদের কাছে সে সব প্রশ্ন থেকে নির্বাচিত কিছু প্রশ্ন উত্থাপন করবে।

লেখালেখি, ব্লগ এবং সাম্প্রতিক ব্লগিং এর নানা দিক নিয়ে আমরা কথা বলেছি নক্ষত্র ব্লগ তথা বাংলা ব্লগের জনপ্রিয় ব্লগার ফটোগ্রাফার এডভ্যাঞ্চার প্রিয় সাদা মনের মানুষ কামাল উদ্দিনের সাথে। আমরা তার সঙ্গে আলাপের বিস্তারিত দিচ্ছি পোষ্টে। আশা করি সবাই উপভোগ, আত্মস্থ করবেন তার মূল্যবান কথাগুলো। আমরা আমাদের অতিথির কাছ থেকে শুনবো তিনি কি ভাবছেন সাম্প্রতিক ব্লগ এবং ব্লগিং নিয়ে। কি বলেছেন তার ছবি তোলার নানা দিক নিয়ে। আসুন পড়ি সে সব কথা।


নক্ষত্র ব্লগ: শুভেচ্ছা আপনার জন্য! কেমন আছেন?
কামাল উদ্দিন: ভালো আছি, নক্ষত্রের জন্য ও শুভেচ্ছা।

নক্ষত্র ব্লগ: ব্লগ, ফেসবুকসহ ভার্চুয়াল মাধ্যমে সম সাময়িক ভ্রমণ পোষ্ট/ ছবি পোষ্ট নিয়ে আপনার মতামত কি?
কামাল উদ্দিন: ব্লগ বা ফেজবুকে ভ্রমণ কিংবা ছবি পোষ্টগুলো আমাদেরকে নিজ দেশকে চিনতে সাহায্য করে, তাই আমি মনে করি এর একটা ইতিবাচক দিক আছে।

নক্ষত্র ব্লগ: বর্তমানে ব্লগ, ফেসবুকসহ ভার্চুয়াল মাধ্যমে যারা লিখছেন তাদের মাঝে কাদের লেখা আপনার কাছে ভালো লাগে?
কামাল উদ্দিন: ভার্চুয়াল মাধ্যমে কিছু চমৎকার ব্লগার আছেন যাদেরকে আমি ভীষণ পছন্দ করি। তবে কার লিখা আমার ভালো লাগে সেই উত্তরটা আমি দিতে চাই না, তাহলে অন্য যারা নবীন লেখক আছেন তারা আশাহত হতে পারেন। তবে আপনারা আমার কমেন্টগুলো দেখলেই বুঝতে পারবেন কার লিখা বেশী ভালো লাগে।

নক্ষত্র ব্লগ: ব্লগ ফেসবুক সহ ভার্চুয়াল মাধ্যমে যারা লিখছেন তাদের সমাজের প্রতি কতটুকু দায়বদ্ধতা আছে বলে মনে করেন? তারা কি তা পালন করছে বলে মনে করেন?
কামাল উদ্দিন: আমরা সমাজে বসবাস করি, সুতরাং সমাজের প্রতি দায়বদ্ধতা অবশ্যই আমাদের আছে, বরঞ্চ আমি মনে করে সচেতন নাগরিক হিসাবে আমাদের একটু বেশীই আছে।

নক্ষত্র ব্লগ: সাম্প্রতিক সময়ের লেখক/ব্লগারদের মাঝে কাদেরকে আপনি প্রতিশ্রুতিশীল বলে ভাবছেন?
কামাল উদ্দিন: আমি এখানে নতুন, সুতরাং এখনি আমি কোন সিদ্ধান্তে উপনীত হতে চাচ্ছি না।

নক্ষত্র ব্লগ: ব্লগকে বলা হচ্ছে বিকল্প মিডিয়া? এই বিষয়ে আপনার কি মত?
কামাল উদ্দিন: বিকল্প মিডিয়া ঠিক আছে, তবে খুবই পিছিয়ে পড়া মিডিয়া, কারণ বাংলাদেশে নেট ব্যবহারকারীর সংখ্যা হাতে গোনা।

নক্ষত্র ব্লগ: আপনার পড়া সর্বশেষ পোষ্ট কোনটি এবং তা কোন ব্লগে পড়েছেন?
কামাল উদ্দিন: নক্ষত্র ব্লগে নাজনীন পলি আপুর লিখা "বয়স এখন পড়ন্ত"

নক্ষত্র ব্লগ: ব্লগে ফেসবুকে লেখকদের লেখার মান, ছবির মান কেমন বলে মনে করেন আপনি?
কামাল উদ্দিন: ফেজবুকে বেশীর ভাগ আনাড়ি লেখক, ফেজবুক কি, এটা কিভাবে এবং কেন ব্যবহার করতে হয় তা জানেই না, কোথাও বেড়াতে গেলো বা যাই করলো সব ব্যাপারেই ছবি বা স্ট্যাটাস মাইরা দিলো, সেই হিসাবে ব্লগাররা অনেক দায়িত্বশীল।

নক্ষত্র ব্লগ: একটি ব্লগ এবং ব্লগারদের ইতিবাচক দিক কোনটি বলে মনে করেন আপনি?
কামাল উদ্দিন: স্বাধীনতা, আমার ইচ্ছে হলে পোষ্ট দিবো ইচ্ছে হলে এডিট করবো, মডারেশন ব্লগটা আমার কাছে ভীষণ বিরক্তিকর।

নক্ষত্র ব্লগ: ট্রেন লাইন ধরে হাটাহাটি এবং এই সংক্রান্ত ছবি নিয়ে বেশ কিছু লেখা/পোষ্ট রয়েছে। এ বিষয়ে যদি কিছু জানাতেন।
কামাল উদ্দিন: আমার পাগলামির এই ব্যাপারটা ব্লগে পোষ্ট দিয়ে তো সব জানিয়েই দিচ্ছি।

নক্ষত্র ব্লগ: বাংলার প্রকৃতিকে আপনি ফ্রেমে বেধেছেন? পাঠকদের প্রতিক্রিয়া কি এসব দেখে? আপনি কিভাবে তা উপভোগ করেন?
কামাল উদ্দিন: প্রত্যেক ব্লগারই জানেন, নিজের সৃজনশীলতার স্বীকৃতি পাইলে ভালো লাগে, আমরা উৎসাহিত হই। আমিও তার ব্যতিক্রম নই।

নক্ষত্র ব্লগ: আপনার শৈশব কোথায় কেটেছে? পারিবারের কথা এবং শিক্ষাজীবন নিয়ে কিছু কথা জানতে চাই।
কামাল উদ্দিন: আমি গ্রামের ছেলে, যদিও আমার গ্রামটাকে এখন আর ঠিক গ্রাম বলা চলে না। পরিবারে মা আছেন, আর সব ভাই বোনদের আলাদা সংসার আছে, আমার দুই ছেলে, বড় ছেলে ১০ম শ্রেণীতে আর ছোট ছেলে ৪র্থ শ্রণীতে পড়ে। এক সময় যদিও মাদ্রাসায় লেখাপড়া করেছি পরে আমি স্থানীয় কলেজ থেকে বিএ পাশ করেছি।

নক্ষত্র ব্লগ: আপনার জীবনের আনন্দময় স্মৃতি কোনটি যা মনে হলে এখনো আপনার ভালো লাগে।
কামাল উদ্দিন: আমার প্রথম ছেলের জন্ম ।

নক্ষত্র ব্লগ: প্রিয় বই এর নাম?
কামাল উদ্দিন: আমি মাসুদ রানা সিরিজের নিয়মিত পাঠক, যদিও অন্য কোন বই ও আমি পড়তে বাকী রাখি না।

নক্ষত্র ব্লগ: আপনার প্রিয় লেখক কারা?
কামাল উদ্দিন: কাজী আনোয়ার হোসেন, রকিব হাসান, হুমায়ুন আহমেদ, হুমায়ুন আজাদ ।

নক্ষত্র ব্লগ: আপনি গান শুনেন? আপনার প্রিয় গান কোনটি? আপনার প্রিয় শিল্পী কারা?
কামাল উদ্দিন: আমি গান খুব একটা শুনি না, তবে আমি রবীন্দ্র সঙ্গীতের ভক্ত।

নক্ষত্র ব্লগ: নক্ষত্র ব্লগ নিয়ে আপনার মতামত/পরামর্শ/উপদেশ কি?
কামাল উদ্দিন: কোন উপদেশ নাই, তবে পরামর্শ হলো ব্লগারদের লেখক পরিসংখ্যান দরকার, মানে ব্লগারের বয়স কতো, পোষ্টের সংখ্যা, মন্তব্য সংখ্যা, অদেখা মন্তব্য ছাড়াও ব্লগারদের উপস্থিতিটা জানার অপশন গুলো যুক্ত না হলে মনে হয় অন্ধকারে ব্লগিং করছি।

নক্ষত্র ব্লগ: আমাদের সময় দেবার জন্য অনেক ধন্যবাদ।
কামাল উদ্দিন: ধন্যবাদ নক্ষত্র ব্লগ কর্তৃপক্ষকেও।

*****************************************************

আজকের অতিথির কাছে সহ ব্লগারদের প্রশ্ন:

ঘাস ফুল

প্রশ্ন: আপনার এই ক্লান্তিহীন ছবি তোলার পেছনে অনুপ্রেরণা হিসাবে কি কাজ করছে?
কামাল উদ্দিন: ভালো লাগা, ঘুরতে আর ছবি তুলতে আমার অলটাইম ভালো লাগে।

প্রশ্ন: ক্যামেরা-বন্দী ছবিগুলো নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি?
কামাল উদ্দিন: মোটেও কোন পরিকল্পনা নাই।

প্রশ্ন: ছবি তুলতে যেয়ে নিশ্চয়ই বিভিন্ন অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন। কোন একটি চমকপ্রদ অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করার অনুরোধ রইলো।
কামাল উদ্দিন: একটা কঠিন অভিজ্ঞতা আছে আমার, এই ব্যাপারে একটা পোষ্ট ও দিয়েছি, পরে লিঙ্ক দিয়ে দিবো।


শহীদুল ইসলাম প্রামাণিক


আপনি যে বনে জংগলে ঘুইরা বেড়ান ভাবি রাগ হয় না?
কামাল উদ্দিন: রাগ করলে বন জঙ্গল থেকে আর আসবোই না, সুতরাং....

আপনার পোলাপান কয়জন, তারা কি করে কোন ক্লাসে?
কামাল উদ্দিন: আমার দুই ছেলে, বড় ছেলে ১০ম শ্রেণীতে আর ছোট ছেলে ৪র্থ শ্রণীতে পড়ে।

আপনি ঘুইরা বেড়ানের সময় পান কেমনে?
কামাল উদ্দিন: আমি যখন কোন টেনশনে পড়ি তখনি ঘুরতে বের হই, অবশ্য না পড়লে বের হই। নেশা থাকলে সময় কোন ব্যাপার না , বের করে নেওয়া যায়।

আপনার ছবি তোলার নেশা ধরাইল কেডা?
কামাল উদ্দিন: ছবি তোলার নেশাটা আমার ছোট থাকতেই, তবে সেইটা নতুন করে ঝালাই হয়েছে সামহোয়্যার ইনের সৌম্য ভাইয়ের ছবি দেখে, এই জন্য সৌম্য ভাইকে বলি আমার ছবির উস্তাদ।

আপনার প্রথম ছবি কোন ব্লগে দিছিলেন?
কামাল উদ্দিন: পাঁচালী ব্লগে, ওটাই ছিলো আমার প্রথম ব্লগ, পরে বিনা নোটিশে ওটা বন্ধ হয়ে গেলে আমার কয়েকশত পোষ্ট হারিয়ে যায়, পরে সামহোয়্যার-ইন এবং আরো পরে প্রথম আলো ব্লগ চালু হলে ওখানে ব্লগিং করি ছবি দেই, আর বর্তমানে নক্ষত্রে দিচ্ছি।

আপনি ছবি তুলতে গিয়া কয়বার মাস্তানের হাতে পরছিলেন?
কামাল উদ্দিন: একবার।

কি ক্যামেরা দিয়া ছবি তোলেন, এটার দাম কত?
কামাল উদ্দিন: লুমিক্স এগ জেড৪০, দাম ২৮হাজার টাকা।

আপনি দুনিয়ার মাইনষের ছবি তোলেন আপনার বউ বাচ্চার ছবি কই?
কামাল উদ্দিন: ওদের ছবিও তুলি, তবে ভার্চুয়াল জগতে দেইনা।


সালাহ্‌ আদ-দীন
বউ আর ঘুরা ঘুরি দুইটার মধ্যে একটা সিলেক্ট করতে বললে কোনটা সিলেক্ট করবেন। উত্তর দিতে হবে এক কথায়। ব্যাখ্যায় যাওয়া যাবেনা।
কামাল উদ্দিন: দু'টোই।


মাঈনউদ্দিন মইনুল
এতো ভ্রমণ আর এতো জায়গায় যাবার রসদ ও সময় কোথায় পান, ভাইজান? ধা
কামাল উদ্দিন: ইচ্ছে থাকলে উপায় হয়।


মোহাম্মদ জমির হায়দার বাবলা
এক. ফটো তোলা রোগ কত বছর বয়স থেকে এবং প্রথম ক্যামেরা কি ছিলো?
কামাল উদ্দিন: ছবি তোলার রোগ আমার একেবারে ছোট কাল থেকেই, তবে ঐ সময় ৩৬টার ফিল্ম দিয়া ছবি উঠাইতাম আর নিজের ছবি উঠানোর প্রতিই মনোযোগী ছিলাম বেশী, আগে বড় ভাইয়ের ক্যামেরা দিয়া ছবি তুলতাম, নিজের ক্যামেরা হয় ২০০৫ কিংবা ২০০৬ সালের দিকে সনি ডিজিটাল।

দুই. ফটোগ্রাফিকে পেশা হিসেবে নেয়ার ক্ষেত্রে আপনার ধারণা?
কামাল উদ্দিন: এটা সম্পর্কে আমার ধারনা খুব উচ্চ না।

তিন. মাঝে মাঝে ৭/৮ বা তারও বেশী দিনের জন্য বের হয়ে পড়েন।
কামাল উদ্দিন: হুমম, এই তো কয়েকদিন আগে বাংলাদেশের সর্বোচ্চ চুড়া সাকাহাফং সামিট করার জন্য ৭দিন ৮রাত বাড়ি ছাড়া ছিলাম।

চার. পরিব্রজন-পরিবার দুটো কীভাবে ম্যানেজ করেন?
কামাল উদ্দিন: এটা আমার কাছে কঠিন কিছু মনে হয় না, কানে কানে বলি, বউ আমাকে খুব ভালোবাসে বলে আমার ইচ্ছাকে সে কখনো অবমূল্যায়ন করে না, তবে এক্ষেত্রে সব চেয়ে বড় যে জিনিস তা হলো পারস্পরিক বিশ্বাস।


কামরুন নাহার ইসলাম
প্রশ্ন:-১। নিজের তোলা কোন ছবিটা আপনার হৃদয়ে গেঁথে আছে, কেন এবং তা' ব্লগে পোষ্ট করুন।
কামাল উদ্দিন: এমন কোন ছবি এখনো তুলিনি।

প্রশ্ন:-২। দিনের কোন সময়, কোন আলোতে ছবি তুলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন? মেঘলা দিনে ছবি তুলতে কেমন বোধ করেন ?
কামাল উদ্দিন: আমি বিভিন্ন রকম ট্যুর করি, তার মধ্যে একটা হলো ওয়ানডে বা এক দিনের ট্যুর, এটা প্রতি সপ্তাহেই করি । এক্ষেত্রে সারাদিনই আমি ছবি তোলায় ব্যস্ত থাকি, বিশেষ কোন সময়ের জন্য অপেক্ষা করার কোন সুযোগ নাই, মেঘলা দিনটায় আমি ট্যুর বা ছবি তোলা থেকে বিরত থাকি, বলতে পারেন আমার জন্য বিরক্তিকর। তবে বৃষ্টি কিন্তু আমি সব সময় উপভোগ করি।

প্রশ্ন:- ৩। প্রকৃতির কোন বিষয় নিয়ে আপনি বেশী ছবি তুলেছেন, প্রকৃতির কি মন কাড়ে/ কোথায় চোখ আটকে যায় আপনার ?
কামাল উদ্দিন: আমার ছবির কমপক্ষে ৭০ ভাগ প্রকৃতি, চোখ আটকে যায় সুন্দর পাখি, ফুল দেখলে।


তাহমিদুর রহমান
ছবি তোলার উপর একটা টিউটোরিয়াল লিখতে বললে আপনি রাজি হবেন? রাজি হলে কতদিনের মধ্যে লিখবেন?
কামাল উদ্দিন: তাহমিদ ভাই, আপনার জ্ঞাতার্থে বলছি, আমি কোন ফটোগ্রাফার নই, জাস্ট সৌখিন ক্যামেরাম্যান। সুতরাং ছবি তোলার উপর টিউটোরিয়াল আমার সাধ্যের বাইরে।


জাওয়াদ আহমেদ অর্ক
১) ছবি তোলার ইচ্ছা কিভাবে হল ?
কামাল উদ্দিন: আগে নিজের ছবি তুলতাম, এখন প্রকৃতির ছবি, ইচ্ছেটা কখন কিভাবে শুরু হলও তা সঠিক ভাবে বলা সম্ভব নয়।

২) কারো থেকে হাতেখড়ি নিয়েছেন কিনা ?
কামাল উদ্দিন: ভ্রমণ বাংলাদেশের সাথে যখন ট্যুর করি, তখন অনেক ভালো ভালো ফটোগ্রাফার সাথে থাকে, তাদের কাছ থেকে মাঝে মাঝে কিছু টিপস নেই আবার ভুলেও যাই।

৩) ছবি তোলার ক্ষেত্রে অনেক ভালো এইরকম কারো নাম কিংবা আপনার পছন্দের ফটোগ্রাফার এর নাম কি ?
কামাল উদ্দিন: ব্লগার সৌম্য ভাই, রবিউল হাসান খান মনা ভাই, নিজাম উদ্দিন মিজান ভাই, তাহসিন সাহেদ ভাই ও রেজাকুল জীবন ভাই।

৪) আপনার ছবিগুলার কি এক্সিবিসন হয়েছে কোথাও ? কিংবা সামনে কোথাও হবে ?
কামাল উদ্দিন: শাহবাগের ছবির হাটে কিছুদিন আগে ভ্রমণ বাংলাদেশের একটা ফটো এক্সিবিসনে আমার তিনটি ছবি ছিল, কিন্তু পাবলিক আমার ছবির মর্ম বুঝতেই পারলো না!

৫) আপনি কি মনে করেন , কোন ছবি বিপ্লবের ইন্ধন জোগাতে পারে ?
কামাল উদ্দিন: হ্যাঁ অবশ্যই পারে।

আমার একটা আবদার, আপনি কখনো ছবি তোলা বন্ধ কইরেন না।
কামাল উদ্দিন: প্রশ্নই উঠেনা, তাহলে তো আমি এমনিতেই মরে যাবো।


এই মেঘ এই রোদ্দুর
১। আচ্ছা আপনি ভ্রমণের জন্য এতোগুলো সময় পান কই?
কামাল উদ্দিন: সময় করে নেই, আমার ছোট্ট একটা ব্যবসা আছে, ওটা আমি না থাকলেও চালানোর মতো লোক আছে।

২। কি ক্যামেরা দিয়া ফটো তুলেন?
কামাল উদ্দিন: লুমিক্স এফ জেড৪০

৩। এডিট করেন কোন সফটওয়্যারে?
কামাল উদ্দিন: ফটোশপে।

৪। আচ্ছা প্রকৃতি বৃষ্টি আপনার কেমন লাগে?
কামাল উদ্দিন: শুকনো প্রকৃতি পেলে ছুটে যাই, ছবি তুলি। আগে বৃষ্টিতে খুব ভিজতাম এখন আর সাহস লাগেনা, তাই কম ভিজি, তবে উপভোগ করি ষোল আনা।

৫। অবসরে কি করেন?
কামাল উদ্দিন: আমি যদি দিনের বেলা ২ ঘন্টাও অবসর পাই, আশা পাশে একটু ঘুরতে যাই, আর রাতের অবসরটা ছেলেদের লেখাপড়া কিংবা টিভি দেখে কাটিয়ে দেই।

৬। ব্যক্তিগত জীবনে কার সাথে সময় কাটাতে ভালবাসেন
কামাল উদ্দিন: পরিবারের সাথে।

৭। ভাচূর্য়ালী আপনার প্রিয় মানুষ কে কে?
কামাল উদ্দিন: অনেকেই আছে, কয়জনের নাম বলবো ?

৮। নেটে ফেটে কি কখনো প্রেমে পড়েছেন
কামাল উদ্দিন: ফেটে পড়েছি নেটে না।

৯। কি করতে সবচেয়ে মজা পান?
কামাল উদ্দিন: গ্রামের মেটো পথে, ক্ষেতের আইলে হাটতে।

১০। আচ্ছা কন তো? কষ্ট বড় না আপনি বড়?
কামাল উদ্দিন: আমি, কারণ কষ্টকে জয় করার কৌশল আমার রপ্ত করা আছে।


এস এম পাশা
১। আপনার ভ্রমণের নেশা হলো কেন? কিভাবে?
কামাল উদ্দিন: আপনার মতোই হয়ে গেলো আরকি।

২। আপনার এই ঘুরাঘুরিকে ভাবী কি ভাবে দেখছেন?
কামাল উদ্দিন: আমার ভাবী আপনার ঘুরাঘুরি সেভাবে দেখেন, আপনার ভাবী আমার ঘুরাঘুরি সেভাবেই দেখেন।


মো: আশিকুজ্জামান
প্রশ্ন: শুরুটা করেছিলেন কিভাবে?
কামাল উদ্দিন: কি শুরুর কথা বলছেন আশিক ভাই ?


বৈশাখী ঝড়
প্রশ্ন: ছবি তোলার সময় কোন বিষয়গুলো প্রতি খেয়াল রাখা জরুরী বলে আপনি মনে করেন
কামাল উদ্দিন: শুধু ক্যামেরার ব্যাটারির চার্য আছে কিনা আর মেমোরিতে স্পেস আছে কিনা দেখে টিপতে থাকুন, ব্যস হয়ে গেলো। যেটা পছন্দ হয় রাখবেন অপছন্দ হলে রাখবেন না, তাছাড়া ফটোশপ তো আছেই।

 

এই সিরিজের ১ম পর্বে অতিথি হয়ে এসেছিলেন শ্রদ্ধেয় নাসির আহমেদ কাবুল
এই সিরিজের ২য় পর্বে অতিথি হয়ে এসেছিলেন শ্রদ্ধেয় মাঈনউদ্দিন মইনুল
এই সিরিজের ৩য় পর্বে অতিথি হয়ে এসেছিলেন শ্রদ্ধেয় শাহিদুল হক
এই সিরিজের ৪র্থ পর্বে অতিথি হয়ে এসেছিলেন শ্রদ্ধেয় রোদেলা

১ Likes ১২৭ Comments ০ Share ১৩২০ Views

Comments (127)

  • - জাকিয়া জেসমিন যূথী

    অনেক গুরুগম্ভীর বক্তব্য আপনার লেখায়। মেয়েদের সম্পর্কে অনেক নেতিবাচক কথা টেনেছেন। তবুও লেখাটি ভালো লাগলো। আসলেই কি মেয়েরা নিজেদের শরীরকে বিলিয়ে দেয়??

    কি জানি! তাহলে হয়তো অতটা আধুনিক হতে পারিনি এখনো মনে প্রাণে!  

    - তৌফিক মাসুদ

    যতই যা বলুন আমাদের ছেলেদের অবস্থা নিচের ছবির মতই থেকে গেছে। 

    - গোলাম মোস্তফা

    শুভ সকালে এক কাপ গরম চায়ের শুভেচ্ছা 

       

    লিখেছেন ভাল কিন্তু জ্যা বলতে চাইছেন বা বুঝাতে ছাচ্চেন তার সাথে এক মত নই । তর্ক বিতর্কে জাব না এক কথায় বলি সব নারী সব পুরুষ আর সব প্রেম এক নয় .......................................

    • - রোদেলা

      দুপুর হয়া গেছে তাও চা ঢালতেছেন,আমার চা আইসা গেছে।ইয়াহু।

    Load more comments...