সুপ্রিয় ব্লগার বৃন্দ
নক্ষত্র ব্লগের পক্ষ থেকে শুভেচছা ও অভিনন্দন গ্রহণ করুন। আপনারা জানেননক্ষত্র ব্লগে চলছে ব্লগিং প্রতিযোগিতা. যা গত তিনবছর যাবত নিয়মিত আয়োজিতহয়ে আসছে। বিভিন্ন ব্লগ ও অনলাইনে যারা নিয়মিত লেখালেখি করেন তাদের জন্যএটা নিসন্দেহে আশাব্যঞ্জক। লেখকের জন্য পাঠক প্রিয়তাই সত্যিকারেরপুরস্কার।তাই এই লেখা লেখির চর্চাকে আরও গতিশীল রাখতে এই ধরনের আয়োজন খুবইগুরুত্বপূর্ণ। কে কি পুরস্কার পেল তাহা বড় কথা নয় বরং লেখা লেখিকে গতিশীলকরাই বড় বিষয়। পাঠকের সাথে যোগাযোগ হওয়া এবং নিজের লেখাটিকে সর্বোচ্চসংখ্যক পাঠকের কাছে পৌঁছে দেওয়াই অন্যতম বিষয়। নক্ষত্র ব্লগ এই বিষটিকে বিবেচনাকরে প্রতিযোগিতার আয়োজন করে থাকে।এরই পরিপ্রেক্ষিতে সকল লেখক পাঠকের প্রতি আহ্বান নক্ষত্র ব্লগ প্রতিযোগিতায়লিখুন। লেখালেখির চর্চাটা অব্যাহত রাখুন।
নিচে সৃজনশীল ব্লগিং প্রতিযোগিতার ১ম পর্বের ফলাফর ঘোষনা করা হলো। আপনার অবগতি ও মুল্যায়নের জন্য বিজয়ী সহ মনোনীত সকল প্রতিযোগির প্রাপ্ত মান প্রকাশ করা হলো।
প্রথম পর্বে প্রথম ক্যটাগরীতে বিজয় হলেন
১। হেমন্তের বিচ্ছেদ – শাহ আজিজ
২। ভালবাসা – রুদ্র আমিন
৩। চিরকুট – চারু মান্নান
প্রথম বর্বে ২য় ক্যটাগরীতে বিজয়ী হলেন
১। শরতের অভ্রর কাছে শরতের চিঠি – এই মেঘ এই রুদ্দুর
২। মানুষের খোঁজে – দীপষ্কর বেরা
৩। লুপ্ত খামের স্মৃতি – প্রলয় সাহা
প্রথম পর্বে ৩য় ক্যটাগরীতে বিজয়ী হলেন
১। অপসংস্কৃতি ও আজকের তরুন সমাজ – আমির ইশতিয়াক
২। আপনার বাচ্চাকে কোথায় পড়াবেন – সারোয়ার হোসেন ভুইয়া
৩। ডেভিড ফলস অব পোখারা – কামাল উদ্দিন
বিজয়ীদের নক্ষত্র ব্লগের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন।
এবার দেখে নিন বিজয়ী সহ সকল মনোনীত লেখকের প্রাপ্ত মানের তালিকা।
ক্যাটগরী-১ কবিতা/ছড়া/সংগীত এ সকল মনোনীত লেখকের প্রাপ্ত মানের তালিকা