Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

ব্লগ সঞ্চালক

৫ বছর আগে লিখেছেন

ব্লগিং প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ


সুপ্রিয় ব্লগার বৃন্দ,

আপনারা জানেন যে, নক্ষত্র আয়োজিত সৃজনশীল প্রতিযোগিতা-২০১৬ সফল ভাবে শেষ হয়েছে । উক্ত প্রতিযোগিতার পরিচালনা পর্ষদ সহ  অংশগ্রহণকারী ও বিজয়ী সকল ব্লগারদেরকে নক্ষত্রের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

আপনাদেরকে আনন্দের সহিত জানাচ্ছি যে, আগামী ৮ই এপ্রিল ২০১৬, শুক্রবার বিকাল ৫ টায় পাবলিক লাইব্রেরীর সেমিনার হলে (নীচতলা) পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে  উপস্থিত  থাকবেন, জনপ্রিয় কথা সাহিত্যিক আনিসুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কথা সাহিত্যিক ও নাট্যকার পলাশ মাহবুব এবং রম্য লেখক ও অভিনেতা আহসান কবির।

উক্ত অনুষ্ঠানে আপনারা সবাই স্ব-বান্ধবে আমন্ত্রিত। এছাড়া প্রয়োজনে যোগাযোগ করুন ০১৯১৪২১৩৬৬১.

আপনাদের জ্ঞাতার্থে বিজয়ীদের তালিকা নিচে দেয়া হলোঃ

ছড়া / কবিতা / সংগীত বিভাগে বিজয়ীদের নাম -

১। শাহ আজিজ
২। রুদ্র আমিন
৩। চারু মান্নান
৪। মুদ্রা
৫। বাসুদেব খাস্তগীর
৬। সকাল রয়
৭। সরকার তৌহিদ
৮। মোকসেদুল ইসলাম
৯। নাজনীন পলি
১০। টৌকাই
১১। এস আহমেদ লিটন
১২। তানিম হক

রচনা/ চিঠি/ গল্পবিভাগে বিজয়ীদের নাম -

১। এই মেঘ এই রুদ্দুর
২। দীপষ্কর বেরা
৩। প্রলয় সাহা
৪। এ টি নুর শেখ লিটা
৫। তানিম হক
৬। মাদিহা মৌ
৭। সেলিনা ইসলাম
৮। আবু সাঈদ আহমেদ
৯। জামান একুশে
১০। নাজনীণ পলি
১১। শাহ আজিজ
১২। নদী

বিবিধ বিভাগে বিজয়ীদের নাম -

১। আমির ইশতিয়াক
২। সারোয়ার হোসেন ভুইয়া
৩। কামাল উদ্দিন
৪। টি আই সরকার তৌহিদ
৫। কাজী মোঃ ওয়াইদুল হক
৬। নিসঃঙ্গ মেষপালক
৭। সোহেল আহমেদ পরাণ
৮। এই মেঘ এই রুদ্দুর
৯। কামরুল হাসান মাসুক
১০। মৌনতা
১১। এ টি নুর শেখ লিটা
১২। প্রবীর কুমার শিকদার

অনুষ্ঠানের বিস্তারিত সূচি :  

Likes Comments
০ Share