Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

জামাল হোসেন সেলিম

১০ বছর আগে লিখেছেন

স্টপ ভায়োলেন্স!

একটা ভাবনার খোরাক দিলাম আপনাদের। 


আমাদের চারপাশে কেন এত ভায়োলেন্স? একটু চেষ্টা কি করা যায় না একে মিনিমাইসের? প্লীজ! একটু ভাবুন! সবাই।

 

 




Likes ১০ Comments
০ Share

Comments (10)

  • - পিপীলিকা

    কবিতায় শহরের তথা আমাদের সমাজের একটা চিত্র ফুটিয়ে তুলেছেন। খণ্ড খণ্ড দৃশ্য ধারণ করে এক সুতোয় গেঁথে দেয়া হয়েছে সবগুলোকে। শেষ স্তবকটা বিবেকের দরজায় প্রচণ্ড একটা আঘাত করলো। কতটা পশু হয়েছি মেপে দেখতে ইচ্ছে করছে। কবিতা খুব ভালো হয়েছে ভাই। ধন্যবাদ মোস্তাক আহমেদ। 

    • - তাপস কিরণ রায়

      কবিতার এক দিন,এক রাতের চিত্র এঁকেছেন--বেশ ভাল লেগেছে।  

    • Load more relies...
    - তৌফিক মাসুদ

    খুব সুন্দর অনুভুতির প্রকাশ। 

    • - মোস্তাক আহমেদ

      অনেক ধন্যবাদ তৌফিক ভাই। শুভকামনা রইল।

    - মাহাদী হাসান

    এই শহরেরই কোন এক কোণে,

    নোংরা ঘিঞ্জি এক ঘরে,

    সেই কিশোরী মেয়েগুলোর একজন হঠাৎ,

    ডুকরে কেঁদে ওঠে,

    তার ভাগ্যে আজ পুরুষ জোটে নি, জুটেছে পিশাচ।

    এরকমই হয়,

    এমনটা আমি প্রতিদিনই দেখি। 

    অনেকেই বলে কবিতা নাকি বুঝার না, অনুভবের বিষয়। তবে আমার কাছে মনে হয় দুটোর মিশ্রণ হলেই ভালো হয়। 

    অনেক ভালো কবিতা লিখেছেন। কবিতার পঙক্তিগুলো সত্য কথন। অনেক ভালো লাগলো মোস্তাক আহমেদ। 

    • - মোস্তাক আহমেদ

      অনেক ধন্যবাদ মাহাদী ভাই। আমার কাছেও মনে হয় দুটোর মিশ্রণ হলেই ভালো হয়।

      এ অধমের কবিতা আপনার ভাল লেগেছে জেনে খুব খুশি হয়েছি। শুভেচ্ছা ও ভালবাসা জানবেন।

    Load more comments...