Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

অরণ্য খায়েশ ফেনা

৬ বছর আগে লিখেছেন

আমি মুক্তি চাই

মাত্র একটি ভূলের জন্য-

জীবন আমাকে আর কতবার শাস্তি দিবে!!!

 

আমি বাহিরে অক্ষত-

ভিতরে – রক্তাক্ত।

না নেই,

কেউ দেখার নেই; সেই রক্তাক্ত খত

এমন কি জানতেও চাইবেনা কেউ।

 

জন্মটা বুঝি আমার ভূলই ছিল;

ভূল ছিল মনুষ্য জন্মটাকে মনুষ্য করে তোলা।

 

এই একটা ভূলের খেসারত দিচ্ছি প্রতিনিয়ত,

প্রতিটি হ্রদস্পন্দন ব্যাপি।

 

আজ একটি ভূলের জন্য

মুক্তি চাই মুক্তি চাই বলে চিৎকার করে চলেছি-

মুক্তি-

সেতো তেতুলের টকের মত জিহ্বায় জল এনে চলে যায়।

 

আমিত একজন রক্ত মাংশে গড়া মানুষ ছিলাম,

একটি মাত্র ভূলের জন্য-যাবত জীবন শাস্তি!

 

আর পারছিনা আমি-

আমি মুক্তি চাই

মুক্তি।

 

 

০৬.০৬.২০১৭

বাগদাদ, ইরাক।

Likes Comments
০ Share