Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

শাহেদ সিদ্দীকী

৯ বছর আগে লিখেছেন

প্রসঙ্গঃ অভিজিৎ রায়

ফেসবুকসহ সকল সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে এবং বাংলা ব্লগেও অভিজিৎ রায় হত্যাকান্ড নিয়ে বেশ আলোচনা-সমালোচনা চলছে। আলোচনা বোঝা গেলেও সমালোচনা ঠিক বুঝে এলোনা। ব্লগারগন তাদের সহ-ব্লগারের এই পৈশাচিক হত্যাকাণ্ডটি মৌলবাদীদের দ্বারা হয়েছে বলে অভিযোগের তীর সেদিকে নিক্ষেপ করছে। একই সাথে ইসলাম্পন্থী দলগুলোর ধারক-বাহকেরা তাদের ভুয়া আইডি দিয়ে অভিজিৎ রায় এর ইসলাম ধর্ম, আল্লাহপাক এবং ইসলামের মহান নবী মুহাম্মদ (সাঃ) এর বিরুদ্ধে এই নিহত ব্লগারের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানা লেখার লিংকসহ পোষ্ট করছে।
এখন কেউ কেন অন্যের ধর্মীয় অনুভূতিতে আঘাত আসে এমন লেখা লিখবে?
আবার কেউ লিখলেই তাঁকে এমন পৈশাচিক কায়দায় কুপিয়ে স্ত্রী এবং শত আশত মানুষের সামনে মেরে ফেলবে?
কেন রাষ্ট্রযন্ত্র একজন মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পারছে না? যেখানে আগেই তাঁকে হত্যার হুমকি দেয়া হয়েছিল? কেন দেশের এই চরম সময়ে তাঁকে 'পুলিশ প্রোটেকশন' দেয়া হল না?- এসবই মানুষের মুখে মুখে এখন চায়ের দোকানগুলোতে কিংবা আড্ডার যায়গাতে।
আছে কোনো জবাব???
Likes Comments
০ Share

Comments (3)

  • - বিন আরফান.

    asadharon prochesta. salam lekhoker proti. 

    - টোকাই

    সুন্দর । আরো আসুক অনুবাদ । ভোট রইলো ।