Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

রাতের আলো

৯ বছর আগে লিখেছেন

মজার কবিতা, হাসতেই হবে



আমি ইট,তুমি খোয়া;
আমি খই,তুমি মোয়া।
আমি ফুল,তুমি কাঁটা;
আমি গম,তুমি আটা।
আমি নৌকা,তুমি ব্রীজ;
আমি মাছ,তুমি ফ্রিজ।
আমি রাত,তুমি ভোর;
আমি ভালো,তুমি চোর।
আমি বৃক্ষ,তুমি ফল;
আমি নদী,তুমি জল।
আমি মেঘ,তুমি বৃষ্টি;
আমি চক্ষু,তুমি দৃষ্টি।
আমি গুল্ম,তুমি তরু;
আমি চতুর,তুমি ভীরু।
আমি বধির,তুমি বোবা;
আমি সাগর,তুমি ডোবা আমি খাতা,তুমি কলম;
আমি ট্যাবলেট,তুমি মলম।
আমি কান্না,তুমি হাসি;
আমি টাটকা,তুমি বাসি।
আমি বিষন্ন,তুমি হতাশা;
আমি কদমা,তুমি বাতাসা।
আমি হাত,তুমি পাও;
আমি নগদ,তুমি ফাও।
লাইক ইফ ইউ লাভ ইট
Likes Comments
০ Share