Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

রইসুজ্জামান

১০ বছর আগে লিখেছেন

আমি যুদ্ধ দেখেছি(প্রতিযোগিতা)

আমি যুদ্ধ দেখেছি, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ।

সেদিন ২৫শে মার্চের বিভিষিকাময় কালোরাত,

বহ্নির লেলিহান শিখায় দাউদাউ করে উঠেছিল;

হাজার বাঙালির নিথর দেহ পুড়ে ছাঁই,

গোয়ালের অসহায় পশু, যেন ছিল পাটখড়ি;

বনের পাখিরা পাহাড়চাঁপা কষ্ট বুকে

নীড় ছেড়ে পালিয়েছিল, আদরের সোনামণি রেখে ।।

 

আমি যুদ্ধ দেখেছি, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ।

সেদিন নদীর তরঙ্গপ্রবাহে মিশেছিল রক্তের ধারা,

অযুর বাসন হাতে ঝরেছিল মোয়াজ্জিনের তাজা প্রাণ;

গাছ-পালা কেঁদেছিল, লেগেছিল আঘাত মৃত্তিকার বুকে

যখন চঞ্চল শিশুটিকে আচড়ে মেরেছিল পাষাণের দল;

চশমা চোখে, চাদর মুড়ি দিয়ে, কুঁজো বুড়ো বেরিয়েছিল

লাটি নিয়ে পথে; বুলেটের আঘাতে ছিন্নভিন্ন হতে ।।

 

আমি যুদ্ধ দেখেছি, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ।

তাণ্ডবের পর তাণ্ডব, প্রতিনিয়ত ঘটনার ধারাবাহিকতা

স্বর্ণালী দিন, প্রিতীমুগ্ধ রাত ছিল আতংকের আরেক নাম;

দেশ ছেড়েছিল কেউ স্বজন বাঁচাতে, কেউ আবার বীরদর্পে

দাঁড়িয়েছিল পূর্ব-পুরুষের ভিটা-মাটি রক্ষার প্রত্যয় নিয়ে;

উদাস দৃষ্টিতে নিরাশার বালুচরে দাঁড়িয়ে

কেউ কেউ প্রভু প্রার্থনা ছাড়া কিছুই ভাবতে পারছিল না ।

 

আমি যুদ্ধ দেখেছি, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ।

চারিদিকে এত আঘাত, এত অত্যাচার-নির্যাতন

আর কি চুপ থাকা যায় ? বাতাসে ধ্বণিত হচ্ছিল প্রতিবাদের সুর;

জাগো বাঙালি, এলো মোক্ষম ক্ষণ, মুক্তির মশাল জ্বালো,

জননী সবারে বলেছিল কানে, হাতে অস্ত্র তুল;

বৃদ্ধ-যুবক-নারী সামনে এসে বাজিয়েছিল দামামা,

করেছিল শুরু পাল্টাঘাতে ভাঙতে শত্রুর দাঁত ।।

 

আমি যুদ্ধ দেখেছি, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ।

প্রবল প্রতাপে, দুর্দমনীয় গতিতে এগোচ্ছিল মুক্তিসেনা,

কত মেরেছিল, কেউ মরেছিল, হিসাব রেখেছিল কেবা;

সেদিন বাঙালি হঠেনি পিছু, মা-বোনও যায়নি কম,

শত্রুর ট্যাংক করতে দমন, বোমা বুকে শুয়েছিল রাস্তার পাশে;

দল বেঁধে রাতের আঁধারে ওদের ঘাঁটিতে করেছিল আক্রমন,

কাঁদায় ডুবে বন্দুক হাতে কেউ ছিল অপেক্ষমান শিকারের আশায় ।।

 

আমি যুদ্ধ দেখেছি, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ।

নয় মাসব্যাপী ঝরেছিল কত তরতাজা দেহ, হারিয়েছিল ইজ্জত

কত মা-বোন, ভেসেছিল চোখের জলে স্বজনহারার বুক;

অবশেষে আবার হেসেছিল রবি, ফুটেছিল ফুল, গেয়েছিল পাখি

বাংলা মায়ের বুকে, বিজয় গাঁথা নিয়ে সেজেছিল সবি ধীর পায়ে;

দুঃখ-বেদনামাখা সেই যুদ্ধ দেখেছি, আমি দেখেছি ঝরতে কত প্রাণ;

তবু আজ গর্বিত এই ভেবে- সুরে সুরে গাইতে পেরেছি বিজয়ের গান ।।

Likes Comments
০ Share

Comments (8)

  • - নুসরাত জাহান আজমী

    ওরেহ, কি সুন্দর পিচ্চিপাচ্চির ছড়া।

    • - চারু মান্নান

      চৈত্র এর দোল শুভকামনা,,,,,,,,,,,,,,,,