Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

মোঃ শরীফ হাসান

১০ বছর আগে লিখেছেন

নববর্ষে

নববর্ষে
॥ শরীফ হাসান ॥
‘ছিনতাই’ শব্দের মানে বুঝানো যায়না 
আন্দামানের জনপদে
‘ধর্ষণ’ এর প্রতিশব্দ খুঁজে পাওয়া যায়না
আমাদের পার্বত্যবাসীদের অভিধানে
একদিন আমাদেরও হবে-
পত্রিকার পাতায় ‘গুম’ শব্দটি গুম হয়ে যাবে
‘গুম’ এর মানে অবোধ্য হয়ে যাবে উত্তরপুরুষের কাছে
প্যালেস্টাইনী কিশোর -
লেবাননের উদ্বাস্ত শিবিরে বসে-
একগুচ্ছ চাবী মুষ্টিবদ্ধ করে ভাবে
একদিন আমরা উদ্বাস্ত ছিলাম না
একদিন আমরা উদ্বাস্ত থাকবো না
তবে আমরা কেন 
আমি আমি মিলে আমাদের মুষ্টিবদ্ধ হাত
তুলে বলতে পারবো না-
একদিন লুণ্ঠনকারীদের পদতলে আমরা ছিলাম না
একদিন লুণ্ঠনকারীদের পদতলে আমরা থাকবো না
একদিন আমাদের নদীগুলো ভরে যাবে নদীর জলে
ভোটবাক্স ভরে যাবে ভোটারের ভোটে

Likes Comments
০ Share

Comments (0)

  • - জোকার ৫৩

    অফট্রাক বলে আগেই পিছিয়ে গেলেন ৷ কবিতা

    • - মুন জারিন আলম

      এসববিতর্কিতবিষয়নিয়েএখনকেওলিখেনা।তাইবলা।ধন্যবাদ ভাই।

    • Load more relies...
    - মোঃসরোয়ার জাহান

    বেশ লাগলো কবিতাটি.............শুভ কামনা জানবেন !

    • - মুন জারিন আলম

      ধন্যবাদ ভাই।শুভ কামনা জানবেন সারোয়ারভাই।

    - রুদ্র আমিন

    অন্ধ আর মূর্খ পুরুষ এবং কুয়াশায় ঢাকা সমাজের মানুষ গুলো এমনটি বলে। আমি ধান বপন করে কি আলু পাব ? তবে নারী যে রান্না আর কড়াই এই দুটির সাথে তুলনার কথা বলেছেন এবং পুরুষকে দোষারোপ করেছেন এটাতে আমার দ্বিমত। সব বংশের মানুষ কি সুইপারি করতে পারে ? নারী হলো পুরুষের অর্ধাঙ্গী, নারীর কাজ ঘর সামলানো..পুরুষের পাশাপাশি থেকে। নারীরা দেশও সামলাতে পারে সেটা মানি তবে একটি কথা পুরুষ ছাড়া কি নারীরা চলতে পারে ? পুরুষ ও তেমন নারী ছাড়া চলতে পারে না। 

    সৃষ্টির শুরু থেকেই নারীরা ভুল করে আসছে, নারী কখনও মা, কখনও বোন,কখনও বউ এজন্য এদের মর্যাদাও অনেক বেশি। দ্বিমত আর স্বাধীনতা নিয়ে আমরা যারা চলাফেরা করছি তাদের কারনেই দণ্ড সৃষ্টি হয়েছে। যার যে কর্ম শুরু থেকে সেটাই করা উত্তম। যদি পুরুষ নারীর মতো ধৈর্য্যশীল হতো তাহলে এমনটি কখনই হতো না। তবে একটা সত্য কথা বলবেন কি ? নারীরা লোভী কেন ? 

    আজ আমি একটি কবিতা লিখেছি পড়ে মন্তব্য করবেন আশা করি। 

    দিনের ঠিকানা।
    **************

    প্রতিটি ছবি
    এক একটি স্মৃতি, আর
    প্রতিটি দুঃখ কিংবা বেদনা
    এক একটি স্মৃতির স্বাক্ষী।

    একটি দিনের পরিচয়
    অনেকের নিকট হাজারও দিনের, আবার
    হাজারও দিনের পরিচয়
    অনেকের নিকট অচেনা মনে হয়;
    আমরা সকলেই মানুষ !
    লোভ-লালসা, স্বার্থ আর অর্থ
    খুব ভালবাসি কিংবা চেনা মনে হয়।

    ভালবাসা সে তো আজ
    বহুরূপের অধিকারী,
    কখনও হাসায় কখনও কাঁদায়
    আবার, আশায় রেখে রেখে
    পাড়ি জমায় দূর অজানায়।

    ভালবাসার নাকি জাত-কূল নেই
    কোথায় ? আমি তো দেখি না,
    আজ ভালবাসা শুধুই অর্থে হয়
    হোক না সে কুৎসিত কদাকার;
    হারালেও নেই তো আমার ক্ষতি
    যতটুকু প্রয়োজন নিরালায় কিংবা
    নির্জনে হবে পূরণ।

    টাকা উড়ালে আজকাল
    কাঁকের অভাব হয় না,
    হাজারে হাজারে কাঁক আজ
    তৃষ্ণায় কাতরাচ্ছে,
    সেও বেঁচে থাক আর
    আমার যতটুকুর প্রয়োজন
    এতে আমি তুষ্ট, নেই ভাবনা।

    অনেকদিন পর আজ
    তোমার এ ছবি অশ্রু বয়ে নিয়ে এলো,
    তুমি হাসছো ?
    তোমার সন্তানেরা কেউ আমায় দেখে না
    যে যার মতো করে সংসার গুছিয়েছে,
    আজ আমার শরীরে তেমন বল নেই
    হাটাচলা করতে পারি না আগের মতো
    সেদিন মুখ থুবড়ে পড়েছিলাম
    কেউ আসেনি, কাজের মেয়ে রহিমা এসেছিল
    শুয়ে শুয়ে শুধু কেঁদেছিলাম,
    অশ্রুজলে পুরোটা বালিশ ভিজিয়েছি
    তুমি এখনও হাসছো ? কিছু বল....

    ৫৫ -এতে এসে থামলে কেন
    আমি চলে যাবার পর সবাই তোমার পাশে ছিল,
    থাকতেও চেয়েছিল কিন্তু তুমি আমার অর্থ পেয়ে
    সবাইকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছো
    যতটা ভুল করেছো তার একটু তো পৃথিবীর বুকে
    চিহ্ন রেখে যেতে হবে, অনুভূব করতে হবে সেদিনের কথাগুলো
    তিলে তিলে নিঃশেষ হতে হবে আর
    এটাই বাস্তবতা, অর্থ-বিলাসিতা বেশিদিন থাকে না
    আজ হয়ত তোমার কপালে এমনটিই জুটেছে।

    আমি ভুল করেছি ভুল করেছি প্রভু,
    প্রভু তুমি ক্ষমা করে দাও।

    চাইলে কি আর হবে ক্ষমা
    দিন হারালে সবাই খুঁজি দিনের ঠিকানা।

    উত্তরা, ঢাকা-১২৩০, বিকাল ০৪:৩০, ১৫০৪২০১৪।

    • - মুন জারিন আলম

      চাইলে কি আর হবে ক্ষমা
      দিন হারালে সবাই খুঁজি দিনের ঠিকানা।অসাধারন

    • Load more relies...
    Load more comments...