Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.
Travel Image

যখন আপনার সোনামনি নিয়ে ভ্রমণ করছেন



আপনার ছোট সোনামনিকে নিয়ে ভ্রমণের সময় নিশ্চয় আপনি দুঃশ্চিন্তায় ভোগেন। ভ্রমণ যেন নিশ্চিন্তে হয় সেজন্যে থাকছে কয়েকটি টিপস। 

১। আপনার সন্তানের ওজন এবং উচ্চতার উপর ভিত্তি করে সিটের উপর একটি নিরাপত্তা বেষ্টনী তৈরী করুন যাতে সহজেই পড়ে না যায়। যদি সিটের সাথে বেল্টের ব্যবস্থা থাকে তবে সেটাও ব্যবহার করুন।

২। কোন জরুরী অবস্থার জন্যে আগে থেকেই ব্যবস্থা নিন। আপনার সন্তানের পাসপোর্ট, সাম্প্রতিক তোলা ছবি, ডাক্তারের বিবরণ ইত্যাদি সাথে রাখুন।

৩। আপনার সন্তানের নাম, প্রয়োজনীয় ডাক্তারের ঠিকানা, জরুরী ফোন নম্বরগুলো লিপিবদ্ধ করে তাদের রাখতে দিন।

৪। বাচ্চারা হৈ চৈ করবেই। তাই তাদের শান্ত রাখার জন্য প্রয়োজনীয় খাবার ও খেলনা সাথে নিন।

৫। অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র যেমন ডায়াপার, ঔষধ, খাবার মনে করে সাথে নিয়ে যান।

৬। আপনার ভ্রমণের ব্যাপারে কোন নিকট আত্নীয়কে জানিয়ে রাখুন।

৭। আপনার সন্তানকে উজ্জ্বল রংয়ের কাপড় পড়ান যেন ভীড়ের মধ্যেও খুঁজে পাওয়া সহজ হয়।

আপনি এবং আপনার সন্তান নিরাপদে ভ্রমণ করুন।