Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.
Travel Image

পদ্মা রিসোর্ট থেকে ঘুরে আসতে পারেন একদিনেই।

পদ্মা রিসোর্ট থেকে ঘুরে আসতে পারেন একদিনেই।



কিভাবে যাবেন: গুলিস্থান বা যাত্রবাড়ি থেকে মাওয়াগামী যেকোন বাসে উঠে মাওয়া চৌরাস্তা নামুন। এরপর অটোতে করে সোজা চলে যাবেন পদ্মা রিসোর্টে। রিসোর্ট পৌছানোর জন্য আপনাকে নৌকায় যেতে হবে ৫ মিনিট এর মতো। এরপর পদ্মা রিসোর্ট ঘুরে দেখুন।বাসের ঘর পানির উপর তৈরী করা হয়েছে। দেখলে মনে হবে নিখুত হাতে সাজানো হয়েছে। সারাদিন সময় কাটাতে একটুও বোরিং লাগবে না এটার ব্যাপারে নিশ্চয়তা দিচ্ছি।
খাবার দাবার
সারাদিনের প্লানে খাবার তো অবশ্যই খেতে হবে। সকালে নাস্তা করে রওনা দিবেন। রিসোর্টে ঢোকার আগে দুপুরের খাবার খেয়ে ডুকবেন। কেননা রিসোর্টে আশেপাশে ভাল হোটেল নেই আর রিসোর্টের খাবার অনেক দাম। বিকেলে মাওয়াঘাটে এসে ঞালকা নাস্তা করে বেড়িয়ে পড়–ন পদামা পাড়ের উদ্দেশ্যে। গোধুলীবেলায় পদ্মা পাড়ে দাড়িয়ে সুয়্যি মামাকে বিদায় এ যেন প্রকৃতির অপার লিলা।
খরচ:
গুলিস্থান টু মাওয়া (যাওয়া আসা) বাস ভাড়া: ১৪০ প্রতিজন
মাওয়াথেকে রিসোর্টের ঘাট (যাওয়া আসা)অটো ভাড়া: ৬০ প্রতিজন
নৌকায় যাওয়া আসা ও এন্ট্রি ফি: ৫০ টাকা
খাবার সব মিলিয়ে: ৩০০ টাকার মতো

মোট: ৫৫০ টাকা প্রতি জন টিম নিয়ে গেলে টাকা আরও কম খরচ হতে পারে।

সাবধানতা: সন্ধ্যা হওয়ার সাথে সাথে পদ্মাপাড় ত্যাগ করুন কেননা কিছু অসাধু মানুষ আপনাকে টার্গেট করতে পারে। পরে ছিনতাই করে সর্বস্ব কেড়ে নিতে পারে।