প্রথমেই সামনে কয়েকদিনের আবহাওয়ার পূর্বাভাস জেনে নিন।
এরপর একটি সাদা কাগজ নিন। কারণ বাইরে যাওয়ার আগে কি কি নিবেন তার একটি তালিকা করা জরুরী।
কোন কোন বিভাগের জিনিসপত্র আপনার দরকার সেটা ঠিক করে নিতে পারেন। এটাও খুব গুরুত্বপূর্ণ।
কাপড় চোপড়ের তালিকা দিয়েই শুরু করা যাক।
বাথরুমের জিনিসপত্র ও প্রসাধনীর তালিকাটি করা খুবই জরুরী। কারণ এগুলো দৈনন্দিন কাজে খুবই প্রয়োজনীয়।
এরপর বিনোদনধর্মী জিনিসগুলো নির্বাচন করুন।
যদি ঘুমানোর জিনিসপত্র নিয়ে ঘুরে বেড়ানোর অভ্যাস থাকে তবে তারও একটি তালিকা করে ফেলুন।
যদি অনেকদিনের ভ্রমণ হয় তবে জিনিসপত্রের ধোয়ার কাজে এগুলো দরকার পড়বে।
এই জিনিসপত্রগুলো খুবই দরকারী কারণ ব্যাগ হারিয়ে গেলে বা বিপদে পড়লে এগুলোই আপনাকে তা থেকে উদ্ধার করবে।
কি কি ওষুধ নিবেন তার একটি তালিকা করে ফেলুন। প্রয়োজনের সময় ফার্মেসী খুঁজে পাওয়া যায় না।
অবসরে আপনার কি কি গ্যাজেট প্রয়োজন তা এখুনি ঠিক করুন।
ভ্রমণে যদি কখনো ঘরের বাইরে থাকতে হয় বা রাতে বাইরে যেতে হয় সেক্ষেত্রে কিছু জিনিসপত্র সাথে নিয়ে যাওয়াটা জরুরী।
ভ্রমণের সময় অন্যান্য প্রয়োজনীয় জিনিসও সঙ্গে রাখতে পারেন যেমন ম্যাপ, কাগজ, কলম ইত্যাদি।
সবশেষে তালিকাটি কয়েকবার পরীক্ষা করুন কারণ অপরিচিত জায়গায় বিপদে পড়লে উদ্ধার পাওয়া খুব মুশকিল হয়ে পড়ে। আপনার যাত্রা শুভ হোক।