Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.
Travel Image

মুন হাউজ পার্ক



গাজীপুরের হোতাপাড়া এলাকায় হুমায়ুন আহমেদের নুহাশ পল্লীর পাশেই অবস্থিত এই মুন হাউজ পার্ক। অত্যন্ত নিরাপদ ও সাজানো গোছানো একটি মনোরম রিসোর্ট এটি। এখানে দুই রুমের একটি রিসোর্ট রয়েছে। রয়েছে খোলা মাঠ, সাজানো বাগান, শিশুদের জন্য খেলার জায়গা।

গায়ে হলুদ, পারিবারিক পিকনিক, ভ্রমন, হানিমুন, জন্মদিন ও শুটিং এর জন্য এটি যে কেউ ভাড়া নিতে পারে। খাওয়া দাওয়া সহ রয়েছে বারবি-কিউ এর ব্যবস্থা।



যেভাবে যেতে হবে:
ঢাকা ময়মনসিংহ সড়কের পাশে হোতাপাড়া বাসস্ট্যানড হতে মনিপুর বাজার পার হয়ে ৩ কিমি. পশ্চিমে গেলেই পাবেন মুন হাউজ পার্ক।

কোথায় থাকবেন:
মুন হাউজ পার্কে থাকার জন্য রয়েছে চমৎকার একটি কটেজ।

নিকটবর্তী দর্শনীয় স্থান:
নুহাশ পল্লী
ভাওয়াল জাতীয় উদ্যান
শফিপুর আনসার একাডেমী