গাজীপুরের হোতাপাড়া এলাকায় হুমায়ুন আহমেদের নুহাশ পল্লীর পাশেই অবস্থিত এই মুন হাউজ পার্ক। অত্যন্ত নিরাপদ ও সাজানো গোছানো একটি মনোরম রিসোর্ট এটি। এখানে দুই রুমের একটি রিসোর্ট রয়েছে। রয়েছে খোলা মাঠ, সাজানো বাগান, শিশুদের জন্য খেলার জায়গা।
গায়ে হলুদ, পারিবারিক পিকনিক, ভ্রমন, হানিমুন, জন্মদিন ও শুটিং এর জন্য এটি যে কেউ ভাড়া নিতে পারে। খাওয়া দাওয়া সহ রয়েছে বারবি-কিউ এর ব্যবস্থা।
যেভাবে যেতে হবে:
ঢাকা ময়মনসিংহ সড়কের পাশে হোতাপাড়া বাসস্ট্যানড হতে মনিপুর বাজার পার হয়ে ৩ কিমি. পশ্চিমে গেলেই পাবেন মুন হাউজ পার্ক।
কোথায় থাকবেন:
মুন হাউজ পার্কে থাকার জন্য রয়েছে চমৎকার একটি কটেজ।
নিকটবর্তী দর্শনীয় স্থান:
নুহাশ পল্লী
ভাওয়াল জাতীয় উদ্যান
শফিপুর আনসার একাডেমী