Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.
Travel Image

যে দশটি দেশে ভ্রমণ করতে পছন্দ করেন ব্রিটিশরা



ভ্রমণ করতে কে না ভালোবাসেন। অজানাকে জানা, অচেনাকে চেনার পাশাপাশি আনন্দ লাভের জন্য নিজের দেশে ছাড়াও অন্য দেশে ভ্রমণে আগ্রহী হন পর্যটকরা। অন্যান্য পর্যটকদের পাশাপাশি ব্রিটিশদের মধ্যেও অন্য দেশ ভ্রমণের আকাঙ্ক্ষা দিন দিনই বাড়ছে। কেবল ধারণা নয়, জরিপই বলছে এমন তথ্য। যুক্তরাষ্ট্রের জাতীয় পরিসংখ্যান অনুযায়ী ২০১০-১৪ সাল পর্যন্ত প্রত্যেক বছরেই অন্য দেশ ভ্রমণে ব্রিটিশদের সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে। ব্রিটিশরা ভ্রমণের ক্ষেত্রে কোন দেশকে প্রাধান্য দিয়ে থাকেন তার একটি তালিকা প্রকাশ করা হয়েছে। একইসঙ্গে কোন কোন দেশে ব্রিটিশদের ভ্রমণ আগের চেয়ে বেড়েছে তাও প্রকাশ করা হয়েছে। তালিকাটি গেল বছর ব্রিটিশদের সর্বাধিক ভ্রমণ করা দেশগুলোর উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে।
২০১৪ সালে ব্রিটিশদের সর্বাধিক ভ্রমণ করা ১০ দেশের তালিকা:

১. স্পেন

২. ফ্রান্স

৩. যুক্তরাষ্ট্র

৪. আয়ারল্যান্ড

৫. ইটালী

৬. জার্মানী

৭. পর্তুগাল

৮. নেদারল্যান্ড

৯. গ্রিস

১০. বেলজিয়াম

২০১৪ সালে যেসব দেশে ভ্রমণ বেড়েছে
১. রোমানিয়া

২.ফিনল্যান্ড

৩. লিথুনিয়া

৪. রাশিয়া

৫. মরক্কো

৬. সংযুক্ত আরব আমিরাত

৭. বুলগেরিয়া

৮. ডেনমার্ক

৯. মেক্সিকো

১০. হাঙ্গেরি