এ বছরের ৮ জুন থেকে যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোর মস্কোন ওয়েস্ট সেন্টারে শুরু হচ্ছে পাঁচ দিনব্যাপী টেক জায়ান্ট অ্যাপলের ওয়ার্ল্ডওয়াইড ডেভেলপার্স কনফারেন্স।
এই সম্মেলনে অ্যাপলের মোবাইল অপারেটিং সিস্টেমের পরবর্তী সংস্করণ আইওএস ৯ এর ঘোষণা দেওয়া হতে পারে। সম্মেলনে অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক, বিপণন বিভাগের প্রধান ফিল শিলার ও সফটওয়্যার প্রকৌশল বিভাগের জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট ক্রেইগ ফ্রেডেরিগ প্রেজেন্টেশন দেবেন। তবে এই অনুষ্ঠানে অতিথিদের সেলফি তোলায় নিষেধাজ্ঞা জারি করেছে প্রতিষ্ঠানটি। এই অনুষ্ঠানে যারা আসবে তাদের সঙ্গে কোনো সেলফি স্টিক আনতে পারবেন না বলে আগেই শর্ত জুড়ে দিয়েছে অ্যাপল।