কোন বিষয়ে দক্ষতা থাকলে ফ্রীল্যান্সিং থেকে সবচেয়ে বেশি আয় করা যায়? এমন প্রশ্ন অনেকেরই। আর তাই এসকল প্রশ্নের উত্তর দিতে নিয়মিতই বিভিন্ন তথ্য প্রকাশ করে থাকে ফ্রীল্যান্স মার্কেটপ্লেসগুলো।
ইল্যান্স এবং ওডেস্কের দেওয়া তথ্যমতে, ঘণ্টা হিসেবে বর্তমানে সবচেয়ে বেশি আয় করা সম্ভব প্যাটেন্ট আইন বিষয়ে দক্ষতা থাকলে। এই খাতে দক্ষ একজন ব্যক্তি প্রতি ঘন্টায় সর্বোচ্চ ১১২ ডলার পর্যন্ত আয় করে থাকে। এছাড়া দ্বিতীয় এবং তৃতীয় অবস্থানে আছে যথাক্রমে ভয়েস অ্যাক্টিং এবং রুবি প্রোগ্রামিং ভাষায় দক্ষতা।