ভারতের স্মার্টফোন ব্র্যান্ড মাইক্রোম্যাক্স নিয়ে এলো নতুন একটি স্মার্টফোন। প্রতিষ্ঠানটি জানিয়েছে, Canvas Sliver 5 মডেলের এই স্মার্টফোনটি এখন বিশ্বের সবচেয়ে স্লিম স্মার্টফোন। স্মার্টফোনটির পুরুত্ব মাত্র ৫.১ মিলিমিটার।
স্মার্টফোনটিতে আছে ৪.৮ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে যার রেজ্যুলেশন ৭২০x১২৮০ পিক্সেল। অ্যান্ড্রয়েড ৫.০.২ ললিপপ অপারেটিং সিস্টেম চালিত স্মার্টফোনটিতে আছে ২ গিগাবাইট র্যাম এবং ১৬ গিগাবাইট রম। তবে থাকছে না বাড়তি মেমোরি কার্ড ব্যবহারের সুযোগ। স্মার্টফোনটি চলবে স্ন্যাপড্রাগন ৪১০ চিপসেটে।
ক্যানভাস স্লাইভার ৫ স্মার্টফোনে আছে ৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এতে ক্যাবল একটি সিম কার্ড ব্যবহার করা যাবে। আছে ফোরজি সুবিধা। মাইক্রোম্যাক্সের তৈরি দ্বিতীয় ফোরজি স্মার্টফোন এটি। এতে আছে ২,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি।
স্মার্টফোনটির মূল্য নির্ধারণ করা হয়েছে ১৭,৯৯৯ রুপি।