Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.
Technology Image

বাংলাদেশের বাজারে মাইক্রোসফট অফিস ২০১৬



বিশ্ববাজারে অবমুক্তির পরই সবার আগে দেশের বাজারে ডিভাইস ও ক্লাউড বান্ধব ‘মাইক্রোসফট অফিস ২০১৬’ নিয়ে এলো প্রযুক্তিপণ্য প্রতিষ্ঠান কম্পিউটার সোর্স।

নান্দনিক ডিজাইনের এই অফিস সফটওয়্যারে রয়েছে -একটি ফাইল বা ডকুমেন্ট একইসঙ্গে একাধিকজন ব্যবহারে ‘কো-অথরিং’; ভিডিও ও ছবি দ্রুত সম্পাদন করে তা ওয়েবে বন্ধু-পরিজনের সঙ্গে ভাগাভাগি করতে ‘অফিস স্যোয়ে’।

এছাড়া ওয়ার্ড, পাওয়ারপয়েন্ট, এক্সেল, আউটলুক, প্রজেক্ট এবং ভিডিও ব্যবহারে তাৎক্ষণিক পরামর্শ পেতে ‘টেল মি’; অভিধান ও তথ্য সহায়তায় আছে ‘স্মার্ট লুকআপ’।

ভার্চুয়ালি তথ্য সংরক্ষণে ওয়ানড্রাইভ এবং অনলাইন বৈঠকের জন্য পাওয়া যাবে স্কাইপে। এসব সুবিধা ছাড়াও ব্যবহারকারীরা কম্পিউটারের পর্দা ভাগাভাগি করে কাজ করার সুবিধা পাবে।

মোবাইল, ট্যাব, ডেস্কটপ ও ল্যাপটপে ব্যবহার বান্ধব বায়োমেট্রিক নিরাপত্তা ব্যবস্থা সমৃদ্ধ অফিস ২০১৬ এর মূল্য ১৮ হাজার টাকা।