ইন্টেলের প্রফেশনাল লেভেল জিওন প্রসেসর এখন আর শুধুমাত্র ওয়ার্কস্টেশন অথবা ডেটা সেন্টারেই সীমাবদ্ধ থাকছে না। সম্প্রতি ইন্টেল E3-1500M v5 নামে ইন্টেল জিওন ফ্যামিলির চিপ নির্মাণ করেছে যা ল্যাপটপে ব্যবহার করা যাবে।
'স্কাইলেক' ভিত্তিক এই চিপটির মাধ্যমে 3D গ্রাফিক্স সহ ডেটা অ্যানালাইসিসের মত বড় ধরনের কাজও করা সম্ভব হবে বলে জানিয়েছে ইন্টেল। এছড়াও এতে রয়েছে মেমোরি ইরর কারেকশন এবং রিমোট ম্যানেজমেন্ট, নতুন ফিচারের তালিকায় রয়েছে থান্ডারবোল্ট ৩ কানেক্টর, দুটি 4K ডিসপ্লে ব্যবহারের সুবিধা, USB-C সুবিধা এবং সবই এক পোর্ট থেকে।
কিন্তু ইন্টেল এখনও এই E3-1500M সিরিজের চিপের সম্পূর্ণ ফিচার প্রকাশ করেনি। আশা করা হচ্ছে এ বছরের শেষ নাগাদ ল্যাপটপ গুলোতে E3-1500M সিরিজের চিপ আসতে শুরু করবে।