১৮৮৯ সালের ৩১ মার্চ সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হয় আইফেল টাওয়ার। কিন্তু তাঁর আগে বলাই বাহুল্য যে দীর্ঘসময় যাবত চলে এর নির্মাণ কাজ, প্যারিসের বুকে একটু একটু করে মাথা তুলে দাঁড়ায় ফ্রান্সের গর্ব এই লৌহনির্মিত টাওয়ার। ১৮৮৭ সালে শুরু হয় এর নির্মাণ কাজ, ৩০০ শ্রমিক অংশ নেয় সেই নির্মাণ যজ্ঞে। গুস্তাভো আইফেল নির্মিত ৩২০ মিটার তথা ১০৫০ ফুট উচ্চতার এই টাওয়ারটি টানা ৪০ বছর ছিল পৃথিবীর সবচাইতে উঁচু টাওয়ার।
চলুন, দেখে নিই কিছু অসাধারণ ছবি, যেগুলো আপনাকে একটা ধারণা দেবে যে কীভাবে প্যারিসের বুকে মাথা তুলে দাঁড়িয়েছিল এই নয়নাভিরাম স্থাপত্য।