Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.
Technology Image

প্রযুক্তি পণ্য: Digitsole



ব্লুটুথ প্রযুক্তি যখন বের হয়েছিল তখন কি আপনি কল্পনাতেও কখনও ভেবেছিলেন যে এই প্রযুক্তিটি একদিন জুতার সোলের মধ্যেও ব্যবহার করা হতে পারে? ভাবছেন কি যা তা বলছি? শুনে হয়তো অবাক হবেন তবে এটি সত্যিই যে এবছরের আন্তর্জাতিক সিইএস কনফারেন্সে গ্লাগ্লা নামক একটি প্রতিষ্ঠান এমনই একটি সোল উন্মোচন করেছে যার মধ্যে রয়েছে ব্লুটুথ প্রযুক্তি!


প্রতিষ্ঠানটির তৈরি এই সোলটির নামকরণ করা হয়েছে Digitsole নামে যা একই সাথে আপনার অ্যাকটিভিটি ট্র্যাকার এবং ফুট ওয়ার্মার হিসেবে কাজ করতে সক্ষম। এই সোলটির জন্য আইওএস এবং অ্যান্ড্রয়েড প্লাটফর্মে তৈরি করা আছে অ্যাপলিকেশন যেখানে আপনি আপনার বয়স, উচ্চতা, জেন্ডার এবং ওজন ইনপুট করলেই এই সোলটি আপনার প্রতিটি স্টেপ ট্র্যাক করতে সক্ষম হবে এবং এভাবেই আপনি কতটুকু দূরত্ব অতিক্রম করলেন, দূরত্ব অতিক্রমের ফলে কতটুকু ক্যালরি আপনার শরীর থেকে বার্ন হল ইত্যাদি তথ্য সংগ্রহ করতে পারবে। শুধু তাই নয়, চমৎকার এই Digitsole সোলটিতে রয়েছে বিল্ট-ইন থার্মোস্ট্যাট যা আপনার পায়ে উষ্ণতাও প্রদান করতে সক্ষম হবে।


আপনি চাইলে এই হিটিং ফিচারটি আপনার স্মার্টফোন অ্যাপলিকেশনের মাধ্যমে চালু অথবা বন্ধ করতে পারবেন। এক চার্জে এর ব্যাটারি আপনাকে ৬ থেকে ৯ ঘন্টা পর্যন্ত সেবা প্রদান করতে পারবে তবে এটি নির্ভর করবে আপনার শরীরের তাপমাত্রার উপর। যদি আপনার শরীরের তাপমাত্রা কম থাকে তাহলে ডিভাইসটিকে বেশি তাপমাত্রা উৎপন্ন করতে হবে যার ফলে তত দ্রুত ব্যাটারি ড্রেইন হবে। এবং এর পেছন দিকে চার্জিং সুবিধা যোগ করা আছে যা জুতার হিলের স্থানে চার্জিং পোর্ট স্থাপনের মাধ্যমে চার্জ করা যাবে এবং এটি মূলত চার্জ হতে প্রায় ৩ ঘন্টার মত সময় লাগতে পারে।


চমৎকার এই প্রযুক্তিটির মূল্য বর্তমানে ২০০ ডলারের মত। হয়তো একটি সোলের জন্য মূল্য কিছুটা বেশিই তবে যদি প্রযুক্তির কথা চিন্তা করেন তবে দেখতে পাবেন নতুন এই সোলটি আসলেই চমৎকার! আমি মাঝে মাঝে অবাক হই, এভাবেই যদি চলতে থাকে প্রযুক্তি তবে আজ থেকে শত বছর পর কি কি হতে পারে!!