Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.
Technology Image

স্যামসাংয়ের নতুন স্মার্টফোন জেড ওয়ান টাইজেন




দিন বদলের সাথে সাতে নতুন নতুন স্মার্টফোন আসছে বাজারে নামাদামি কোম্পানীগুলো সময়ের তালে তালে তাদের কোম্পানীর রুপ বদল করে বাজারে নিয়ে আসছেন নতুন নতুন স্মার্টফোন। তেমন প্রযুক্তির যুগে নিজেদের শ্রেষ্ঠত্ব ধরে রেখেছে স্যামসাং। এবার স্যামসাংয়ের বহুল আলোচিত স্মার্টফোন জেড ওয়ান টাইজেন আগামী বছরের জানুয়ারি থেকে বাজারে পাওয়া যাবে। টাইজেন অপারেটিং সিস্টেম চালিত এই ফোন আপাতত ভারতের বাজারে ছাড়া হচ্ছে।

জেড ওয়ানে রয়েছে ৪৮০×৮০০ পিক্সেল রেজ্যুলেশনের ৪ ইঞ্চি ডিসপ্লে, ৩.২ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা ও ভিজিএ ফ্রন্ট ক্যামেরা। দুটো সিম ব্যবহার উপযোগী এই ডিভাইসে আছে ১.২ জিএইচ স্প্রেডট্রাম প্রসেসর, ৫১২ এমবি র্যাম এবং থ্রিজি ও ওয়াইফাই কানেক্টিভিটি সুবিধা।

দ্য কোরিয়া ইকোনমিক ডেইলের এক খবরে জানায়, এসএম-জেড ১৩০ এইচ মডেলের এই ডিভাইসটি ২০১৫ সালের ১৮ জানুয়ারি দিল্লিতে উন্মুক্ত করা হবে। ভারতীয় বাজারে স্মার্টফোনটির দাম মুদ্রায় ৫ হাজার ৭০০ রুপি।