নতুন একটি ট্যাবলেট পিসি উন্মুক্ত করলো স্যামসাং। গ্যালাক্সি ট্যাব এস২ নামের এই ট্যাব দুটি ডিসপ্লে ভ্যারিয়েন্টে বাজারে আসবে। এর একটি হবে ৯.৭ ইঞ্চি ডিসপ্লের এবং অন্যটি হবে ৮ ইঞ্চি ডিসপ্লের।
ট্যাবটির দুটি ভ্যারিয়েন্টেই থাকছে অক্টাকোর প্রসেসর, ৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, ২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। অ্যান্ড্রয়েড ৫.০ ললিপপ অপারেটিং সিস্টেম চালিত এই ট্যাবে আরও আছে ওয়াইফাই, ব্লুটুথ প্রভৃতি ফিচার।
এছাড়া আছে ৩ জিবি র্যাম এবং ৩২/৬৪ জিবি স্টোরেজ ক্যাপাসিটি। ট্যাব দুটির পুরুত্ব ৫.৬ মিলিমিটার এবং ওজন ৩৮৯ গ্রাম (৯.৭”) ও ২৬৫ গ্রাম (৮”)।
আগামী মাসে সারা বিশ্বে একযোগে ছাড়া হবে ট্যাব দুটি। তবে মূল্য কত হবে, সে ব্যাপারে কিছু জানানো হয়নি।